“IPL নিয়ে মাথাব্যথা সবার, দেশের হয়ে খেলার কারও ইচ্ছেই নেই” ভারতীয় দলের এমন জঘন্য পারফরমেন্স দেখে তাদের নিশানা করলেন নেটিজেনরা!!
সিরিজের প্রথম ম্যাচে জয়লাভ করার পর বিশাখাপত্তনমে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে আজ মাঠে নেমেছিলো ভারত। দেশের মাঠের চেনা পরিবেশ ভারতের পক্ষে ছিলো। সিরিজের প্রথম ম্যাচে পাঁচ উইকেটে জয়’ও ম্যাচে এগিয়ে রেখেছিলো ‘টিম ইন্ডিয়া’কেই। টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে যে পারফর্ম্যান্স ভারতীয় ব্যাটাররা দেখালেন তা দেখে অবশ্য চমকে উঠেছেন ‘মেন ইন ব্লু’ সমর্থকেরা।
চলতি বছরে বসবে একদিনের বিশ্বকাপের আসর। তার আগে এহেন ব্যাটিং বিপর্যয় নিঃসন্দেহে রাতের ঘুম ওড়াবে কোচ দ্রাবিড়েরও। “ভাইজাগের ভয়”, সত্যজিৎ রায় সৃষ্ট জটায়ু যদি ভারতের আজকের পারফর্ম্যান্স নিয়ে কোনো রহস্য-রোমাঞ্চ উপন্যাস লিখতেন, হয়ত এমনটাই নাম দিতেন তার। আজ মূর্তিমান ভয় হয়েই ‘টিম ইন্ডিয়া’র সামনে আবির্ভূ্ত হলেন মিচেল স্টার্ক।
ওয়াংখেড়েতে শুরুতেই টপ-অর্ডারকে সাফ করেছিলেন তিনি। রাহুল ও জাদেজার জুটির কারণে হারতে হয় অস্ট্রেলিয়াকে। আজ অবশ্য বল হাতে আরও ধারালো বাঁ-হাতি পেসার। একাই পাঁচ উইকেট নিয়ে ধরাশায়ী করলেন আয়োজক দেশকে। রোহিত শর্মা, শুভমান গিল, সূর্যকুমার যাদবের মত তারকা’রা মাথা তুলে দাঁড়াতেই পারলেন না স্টার্কের স্যুইং-এর সামনে।
#INDvsAUS
Indian cricket team is in hurry for IPL preparation..
This happens to all humans when they are paid ( Aukat se Jyada)
Lobby of rich businesses Indian Cricket.— Vipin Sharma (@VipinSh94770274) March 19, 2023