আইসিসির বর্ষসেরা একদিনের দলে জায়গা পেলেন দুই ভারতীয়। যদিও সেই দলে জায়গা হয়নি রোহিত, কোহলি বা হার্দিকের। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজেরও দু’জন করে ক্রিকেটারকে সেই দলে রাখা হয়েছে। সেইসঙ্গে পাকিস্তানের বাবর আজমের নেতৃত্বাধীন সেই দলে ঠাঁই হয়েছে বাংলাদেশের তারকা মেহদি হাসান মিরাজের।
তারইমধ্যে বিশেষ নজির গড়েছেন জিম্বাবুয়ের সিকন্দর রাজা। এবার আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি দলে আছেন জিম্বাবোয়ের তারকা। সঙ্গে একদিনের দলেও জায়গা পেয়েছেন। এবার তিনিই একমাত্র খেলোয়াড়, যিনি সাদা বলের দুই ফর্ম্যাটের বর্ষসেরা দলে আছেন। বাকি যে ১০ জন একদিনের বর্ষসেরা দলে আছেন, তাঁরা টি-টোয়েন্টি দলে ঠাঁই পাননি।
ভারত থেকে যেই দুজন খেলোয়াড় সুযোগ পেয়েছেন তার মধ্যে একজন শ্রেয়স আইয়ার, তিনি গত বছর ভারতের একদিনের দলের মিডল-অর্ডারের অন্যতম স্তম্ভ হয়ে উঠেছেন। ১৭ ম্যাচে খেলেছেন। ৭২৪ রান করেছেন। গড় ৫৫.৬৯। স্ট্রাইক রেট ৯১.৫২।
আর একজন হলেন মহম্মদ সিরাজ, ২০২২ সালে একদিনের ক্রিকেটে ভারতের অন্যতম অস্ত্র ওঠেন সিরাজ। জসপ্রীত বুমরাহের অনুপস্থিতিতে নিজেকে দারুণভাবে মেলে ধরেন। ১৫ ম্যাচে ২৪ উইকেট নেন। ইকোনমি রেট ছিল মাত্র ৪.৬২। গড় ২৩.৫। সেইসঙ্গে নতুন ও পুরনো – দুই ধরনের বলেই নিজের জাত চিনিয়েছেন।