BCCI-এর নতুন ভাবনা ইমপ্যাক্ট প্লেয়ার, জানুন কিভাবে টসের পর দল পরিবর্তন করে ব্যাবহার করা হবে এই নিয়ম!!

আজ থেকে শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের নয়া মরসুম। ক্রিকেট উৎসবে মেতে উঠতে অধীরচিত্তে অপেক্ষা করছেন দর্শকেরা। ইতিমধ্যেও টুর্নামেন্টের ক্রীড়াসূচি সামনে আনা হয়েছে আয়োজক সংস্থা বিসিসিআই-এর তরফ থেকে। বিশ্বের জনপ্রিয়তম ফ্র্যাঞ্চাইজি টি-২০ লীগের বোধন হচ্ছে বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়ামে।

আহমেদাবাদের ১ লাখ ৩২ হাজার আসনবিশিষ্ট নরেন্দ্র মোদী স্টেডিয়াম ৩১ মার্চ সাক্ষী থাকবে ষোড়শ আইপিএলের সূচনার। তারকাখচিত এক উদ্বোধনী অনুষ্ঠানের পর মাঠের লড়াইতে প্রথম দিন মুখোমুখি হবে গুজরাত টাইটান্স এবং চেন্নাই সুপার কিংস। ২০০৮ সালে পথচলা শুরু করে ধীরে ধীরে টি-২০ ক্রিকেটের খোলনলচেই বদলে দিয়েছে ভারতের এই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট।

ক্রিকেট ও বিনোদনের মাঝের ব্যবধান ঘুচিয়ে খেলাকে পৌঁছে দিয়েছে জনসাধারণের ঘরে ঘরে। কথায় বলে ‘চেঞ্জ ইজ দ্য অনলি কনস্ট্যান্ট’ অর্থাৎ বদল’ই একমাত্র ধ্রুবক, বা বলা চলে বদল’ই দুনিয়ার দস্তুর। সেই কারণেই আইপিএলের উত্তেজনা জিইয়ে রাখতে নতুন নতুন ভাবনাচিন্তা খেলার মধ্যে বাস্তবায়নের কথা ভাবতে হয় ভারতের ক্রিকেট বোর্ড’কে।

আইপিএলের গভর্নিং কাউন্সিলের বৈঠকে এক যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়া হয়েছে এইবার। কেবল মাঠের প্রথম একাদশ নয়, দলগুলিকে ম্যাচ জেতাতে এখন থেকে বড় ভূমিকা নিতে পারবেন একজন পরিবর্ত ক্রিকেটার’ও। যার পোষাকি নাম দেওয়া হয়েছে ‘ইমপ্যাক্ট প্লেয়ার।’

এই নিয়ম মোতাবেক দলগুলি একজন পরিবর্ত ক্রিকেটারকে ম্যাচে ব্যবহার করতে পারবে নিজেদের সুবিধামত। এর আগে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশের মত টি-২০ লীগে এই পদ্ধতি ব্যবহার করা হয়েছে। রীতিমত সফল’ও হয়েছে তা। আইপিএলে ব্যবহার করার আগে ২০২২ সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে এই নিয়ম’কে পরীক্ষা করে দেখতে চেয়েছিলো ভারতের ক্রিকেট নিয়ামক সংস্থা বিসিসিআই।

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *