অস্ট্রেলিয়ার মাটিতে এবছর টি টোয়েন্ট বিশ্বকাপের সেমিফাইনাল পর্যন্ত পৌঁছলেও শেষরক্ষা করতে পারেনি রোহিতের ভারতীয় দল। কিন্তু এই প্রতিযোগিতা থেকে প্রাপ্তির ঝুলি যে ভারতীয় দলের একেবারে নেই এমনটা বলা চলে না। এই টি টোয়েন্টি বিশ্বকাপেই ফের সেই পুরনো মেজাজে দেখা গিয়েছিল বিরাট কোহলিকে।
টি টোয়েন্টি বিশ্বকাপে তিনি দুর্দান্ত খেললেও ভারতীয় দল শেষ রক্ষা করতে পারেনি। এবার সামনে রয়েছে একদিনের বিশ্বকাপ। তারই প্রস্তুতি শুরু করে দিয়েছেন বিরাট কোহলি। সেই সময়ই টি টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে সেই ইনিংসের কথা বিরাট কোহলির। এবারের টি টোয়েন্টি বিশ্বকাপেও প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে নেমেছিল ভারতীয় দল।
আর সেখানেই দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছিলেন বিরাট কোহলি। গতবারের বিশ্বকাপে পাকিস্তানের কাছে হারতে হয়েছিল ভারতীয় দলকে। এবার সেই পাকিস্তানের বিরুদ্ধেই বিরাট কোহলি ছিলেন বিধ্বংসী ফর্মে। তাঁর হাত ধরেই সেই ম্যাচে পাকিস্তামকে হারিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপে যাত্রা শুরু করেছিল ভারতীয় দল। বড় রান পেয়েছিলেন বিরাট কোহলিও।
সোশ্যাল মিডিয়াতে ছবি দিয়ে বিরাট কোহলি লিখেছেন- “২০২২ সালের ২৩ অক্টোবর সবসময়ই আমার কাছের এবং অত্যন্ত একটা বিশেষ দিন। সেই ম্যাচের মতো অনার্জি এর আগে কোনও ক্রিকেট ম্যাচেই সেভাবে অনুভব করিনি। সেই বিকেলটা সত্যিই আমার কাছে একটা অত্যন্ত বিশেষ একটা সময় ছিল।”
পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের সেই বিকেলটাই বিরাট কোহলির জীবনের অন্যতম স্মরণীয় একটা দিন তা বলতে কোনওরকম দ্বিধা নেই। গত বৃহস্পতিবার থেকে আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করে দিয়েছেন বিরাট কোহলি। সেই প্রস্তুতির ফাঁকেই পাকিস্তানের বিরুদ্ধে খেলা তাঁর সেই ইনিংসের স্মৃতিচারণ করলেন বিরাট কোহলি।