সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শ্রেয়স আইয়ার , শুভমন গিল, রবীন্দ্র জাদেজাদের চওড়া ব্যাটে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম দিনেই ভারতীয় দলের রথের চাকা জোর গতি ছুটেছিল।
তবে সহজে হার মানার পাত্র নয় টেস্টে বিশ্বজয়ী দলও। সেই দলের পেসার টিম সাউদির বিধ্বংসী স্পেলে প্রথম সেশনের পরই শেষ হল টিম ইন্ডিয়ার প্রথম ইনিংস। একাই পাঁচটি উইকেট তুলে নিলেন তিনি। তবে স্কোরবোর্ডে ৩৪৫ রান নেহাত মন্দ নয়।
চার উইকেট খুইয়ে ২৫৮ রান করে প্রথম দিনের খেলা শেষ করেছিল ভারতীয় দল। ৭৫ রানে অপরাজিত ছিলেন শ্রেয়স। আর শুক্রবার ১৬ তম ব্যাটার হিসেবে অভিষেক টেস্টে সেঞ্চুরি হাঁকিয়ে নজির গড়লেন তিনি।
তবে তাঁর অনবদ্য ইনিংসে পথের কাঁটা হয়ে দাঁড়ান সেই সাউদি। তাঁর ডেলিভারিতেই ১০৫ রান করে প্যাভিলিয়নে ফেরেন মুম্বইয়ের তরুণ ব্যাটার।
তবে দীর্ঘদিন পর পাঁচ দিনের ক্রিকেটে ফিরে ব্যাট হাতে ব্যর্থ ঋদ্ধিমান সাহা। মাত্র এক রান করেই আউট হন বাংলার উইকেটকিপার। এরপর দলকে খানিকটা এগিয়ে দেন আর অশ্বিন। ৫৬ বলে তাঁর সংগ্রহ ৩৮।
তবে টেল এন্ডারদের ক্রিজে খুব বেশিক্ষণ টিকতে দেননি কিউয়ি বোলাররা। টিম সাউদির পাশাপাশি দুরন্ত বল করেন কেইল জেমিসনও। তিনটি উইকেট নেন তিনি। অ্যাজাজ প্যাটেলের ঝুলিতে আসে জোড়া উইকেট।
টি-টোয়েন্টি সিরিজে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছে রোহিত শর্মার টিম ইন্ডিয়া। অতিমারীর পর দেশে আয়োজিত প্রথম টেস্টে এবার জয় ছিনিয়ে নিতে মরিয়া রাহানের ভারত। তবে আপাতত তার জন্য অগ্নিপরীক্ষা দিতে হবে ভারতীয় বোলারদের।
ভারত: ৩৪৫/১০ (গিল-৫২, শ্রেয়স-১০৫, জাদেজা-৫০, সাউদি-৬৯/৫)।