ক্রিকেটার কোহলি নিয়ে কোন সমালচোনা না থাকলেও তার অধিনায়কত্ব নিয়ে রয়েছে অনেকে সমালোচনা। এরই মধ্যে ক্রিকেটের ছোট ফর্মেট থেকে অধিনায়কত্বের দায়িত্ব ছেড়েছেন। এরই মধ্যে গুঞ্জন শুরু হয়েছে ৫০ ওভারের ক্রিকেটও কোহলিকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দিতে চান নির্বাচকরা।
এছাড়া অনেক সিনিয়র ক্রিকেটারকেও দল থেকে বাদ দেওয়ার চিন্তা ভাবনা করা হচ্ছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তার বরাত দিয়ে সংবাদ সংস্থা পিটিআই বলেছে, দেখে মনে হচ্ছে ওয়ানডে ক্রিকেটে অধিনায়কত্ব ধরে রাখা কোহলির পক্ষে কঠিন হতে চলেছে।
কারণ সাদা বলের ক্রিকেটে দুটি আলাদা ফরম্যাটের জন্য দুইজন আলাদা অধিনায়ক চান না নির্বাচকরা। ২০২৩ সালের বিশ্বকাপের কথা মাথায় রেখে তারা রোহিতের ওপর ভরসা করতে চান। তবে চলতি বছর যেহেতু ওয়ানডে ম্যাচ খুব কম, তাই এই সিদ্ধান্ত আরো কিছুদিন পিছিয়ে যেতে পারে।
শুধু কোহলির অধিনায়কত্ব নয়, ভারতের দুই টেস্ট ক্রিকেটার আজিঙ্কা রাহানে ও চেতেশ্বর পূজারার ভবিষ্যৎ নিয়েও সিদ্ধান্ত নেওয়া হতে পারে। লোকেশ রাহুল ও রোহিত শর্মা দলে ফিরলে তারাই ইনিংস শুরু করবেন।
তবে নিউজিল্যান্ডের বিপক্ষে শুভমন গিল, মায়াঙ্ক আগারওয়াল, শ্রেয়স আয়াররা যেভাবে খেলেছেন, তাতে তাদের মিডল অর্ডারে খেলানো হতে পারে। অভিজ্ঞ পেসার ইশান্ত শর্মার ভবিষ্যৎও ঝুলে গেছে। তবে মোহাম্মদ সামি আর জসপ্রিত বুমরাহর সঙ্গে তৃতীয় পেসার হতে পারেন মোহাম্মদ সিরাজ।