২০২৩ আইপিএলের প্রথম ম্যাচে মুখোমুখি দুই শক্তিশালী দল GT ও CSK, জানুন প্রথম দিন কোন কম্বিনেশন নিয়ে মাঠে নামছে তারা!!
আজ শুরু হতে চলেছে আইপিএলের মহা ম্যাচ। প্রথম ম্যাচেই মুখোমুখি হতে চলেছে চারবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস ও গতবারের চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স মুখোমুখি হতে চলেছে। দুই দলের মধ্যে একটি হাড্ডাহাড্ডি লড়াই অনুষ্ঠিত হতে চলেছে।
গত সিজিনে দুই দল যখন সামনাসামনি হয়েছিল তখন দুইবারই জিতেছিল গুজরাট টাইটান্স। পাশাপাশি খেলাটি মূলত গুরু ও তার ভক্তের মধ্যে হতে চলেছে। অধিনায়ক হিসাবে প্রথম বছরেই আইপিএল ট্রফি জয় করেছে হার্দিক পান্ডিয়া,
অন্যদিকে ৪ বার এই ট্রফি জিতে ফেলেছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। শেষ আইপিএলে কামাল করতে চান ধোনি। দুই দল প্রস্তুত তাদের প্রথম খেলাটি খেলতে। গুজরাতের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে আজকের এই মহা ম্যাচ।
দুই দলের সম্ভাব্য একাদশ-
গুজরাট টাইটান্স :
শুভমান গিল, ঋদ্ধিমান সাহা, কেন উইলিয়ামসন, হার্দিক পান্ডিয়া, বিজয় শঙ্কর, ম্যাথু ওয়েড, রাহুল তেওয়াতিয়া, রশিদ খান, শিবম মাভি, মহম্মদ শামি, আলজারী জোসেফ।
চেন্নাই সুপার কিংস :
ডেভন কনওয়ে, ঋতুরাজ গায়কওয়াড়, মঈন আলি, শিবম দুবে, আম্বাতি রায়ডু, বেন স্টোকস, রবীন্দ্র জাদেজা, এমএস ধোনি, দীপক চাহার, মুকেশ চৌধুরী, মাথিশা পাথিরানা