বলিউডের জনপ্রিয় নায়িকা সানি লিওন। আলোচনা- সমালোচনা নিয়েই তার ক্যারিয়ার। বরাবরই তিনি আলোচনায় থাকেন। ফের খবরের শিরোনাম হলেন এই অভিনেত্রী।
নতুন খবর হচ্ছে, ভারতে করোনার প্রকোপ ভয়াবহ রূপ ধারণ করেছে। করোনা সংক্রমণের হার ও মৃত্যু বেড়ে আতঙ্কের সৃষ্টি হয়েছে। দেশটিতে চলমান করোনা মোকাবিলায় সাহায্যের হাত বাড়িয়েছেন একাধিক তারকা। এমন পরিস্থিতিতে এগিয়ে এসেছেন বলিউডের আলোচিত অভিনেত্রী সানি লিওন।
জানা যায়, ভারতের বিভিন্ন স্থান থেকে দিল্লিতে অবস্থানরত ১০ হাজার দিন মজুরকে খাওয়ানোর সিদ্ধান্ত নিয়েছেন সানি লিওন। খাবারের তালিকায় থাকবে খিচুড়ি ও ফল।