সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের প্রথম ম্যাচে ভারতকে পাত্তা না দিয়ে ১০ উইকেটে জয় তুলে নেয় চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। সেই ম্যাচের এতদিন পর হঠাৎই বিস্ফোরক মন্তব্য করলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম উল-হক। ইনজামাম মনে করেন, ম্যাচে নামার আগেই কেঁপে গিয়েছিলেন ভারতীয় ক্রিকেটাররা।
টি-টোয়েন্টি বিশ্বকাপে এবার হট ফেভারিট ছিল ভারত। তবে সেই ভারতকেই উড়িয়ে দিয়ে এবারের বিশ্বকাপ মিশন শুরু করেছিল বাবর আজমের দল। আর সেই ম্যাচের এতদিন পর পাকিস্তানের এক টিভি চ্যানেলে ইনজামাম কথা বলেছেন আবার।
পাকিস্তানের সাবেক এই অধিনায়ক বলেছেন, ‘আমার মনে হয় ম্যাচ শুরু হওয়ার আগেই ভারতীয় ক্রিকেটাররা ভয় পেয়ে গিয়েছিল। ওদের শরীরীভাষাতেই সেটা বোঝা যাচ্ছিল। টসের সময় যদি বাবর আজম এবং বিরাট কোহলিকে দেখেন, তা হলেই বুঝতে পারবেন কে বেশি চাপে ছিল। এমন নয় যে রোহিত শর্মার আউটের পরে ওরা চাপে পড়ে যায়। রোহিত নিজেই তো চাপে ছিল।‘
এখানেই থামেননি ইনজামাম। সেই অনুষ্ঠানে ইনজামাম আরও বলেন, পাকিস্তানের বিরুদ্ধে এই হারই এবারের বিশ্বকাপে ভারতের খারাপ খেলার মূল কারণ। যার ফলে আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা।
ইনজামাম বলেন, ‘ভারতীয় দল যে ভাবে ওই ম্যাচে খেলেছিল, সে ভাবে কোনও দিন খেলেনি। ওরা যে টি-টোয়েন্টি ক্রিকেটে ভাল দল সেটা নিয়ে আমার কোন সন্দেহ নেই। গত ২-৩ বছরের পারফরম্যান্স দেখলেই বুঝতে পারবেন কেন ওরা ফেভারিট। কিন্তু পাকিস্তান ম্যাচে হারের ধাক্কা থেকে ওরা বেরোতে পারেনি। পাকিস্তানের বিপক্ষে হেরে গিয়ে প্রবল সমালোচিত হয় কোহলির ভারত। এত ভাল স্পিন খেলে ওরা। কিন্তু চাপের কারণে নিউজিল্যান্ড ম্যাচেও খেলতে পারেনি।‘
প্রসঙ্গত, এবারের বিশ্বকাপে হট ফেভারিট ছিল ভারত। তবে প্রথম দুই ম্যাচ হেরে বিশ্বকাপ থেকে ছিটকে যায় টিম ইন্ডিয়া। পরের তিন ম্যাচ জিতেও সেমি ফাইনালের টিকিট কাটতে পারেনি বিরাট কোহলির দল।