রাজধানীর চামেলীবাগে নিজের বাসায় বাবা পুলিশ ইন্সপেক্টর মাহফুজুর রহমান ও মা স্বপ্না রহমানকে
হ***ত্যাকারী ঐশী রহমানের কথা মনে আছে? বাবা-মাকে খু***নের দায়ে আদালতে যাব***জ্জীবন দ*ণ্ড পাওয়া সেই ঐশী এখন
গাজীপুরের কাশিমপুর মহিলা কারাগারে ব***ন্দি। কীভাবে তার একাকী সময় কাটে ওই ছোট্ট প্রায়ান্ধকার প্রকোষ্ঠে।
কারা কর্তৃপক্ষের ভাষ্যমতে, পবিত্র রমজান মাসে নিয়মিত রোজা রেখেছেন ও নামাজ পড়ে দিন পার করেছেন ঐশী। এছাড়াও নানা ধরনের বইপত্র পড়ে সময় কাটান এ বন্দি তরুণী।
কিছুদিন আগে তাকে বঙ্গবন্ধুর আ*ত্মজীবনী গ্রন্থ ‘কারাগারের রোজনামচা’ পড়তেও দেখা গেছে। আরও পড়ুন :
কৃষকের সারা ঘরে বাসা বেধেছে কিং কোবরা, সাহসী যুবক এসে উদ্ধার করলো। আজকের এই ইন্টারনেটের সহজলভ্যতার যুগে
সোশ্যাল মিডিয়ার কল্যানে আমাদের চারপাশে এমন অনেক কিছুই দেখে থাকি যা আমাদের জন্য ব্যপক বিনোদনের খোরাক এনে দেয়।
সাপের নাম শুনলে একবার হলেও মনে ভয় চাপেনা এমন মানুষ খুজে পাওয়া মুশকিল। আর যদি সেই সাপ হাজির হয় নিজের বাসা বাড়ি কিংবা কর্মস্থলে তাহলে তো সেই ভয়ে ঘুম ও হারাম হয়ে যাওয়া খুবই স্বাভাবিক।
এক কৃষক বুঝতে পারেনি যে তার বাসায় একটি কোবরা বাসা বেধেছে। হঠাৎ তিনি একদিন দেখতে পেল তার বাসায় মেঝেতে
কোবরা সাপ কি চলছে তিনি এ আতঙ্কে চিৎকার করে উঠলেন তিনি। যেন ভয় পেয়ে গিয়েছিলেন তার চিৎকার
শুনে তার আশেপাশের প্রতিবেশীরা এসে দেখলেন এই কান্ড এই কান্ড দেখে সকলেই আতঙ্কিত হয়ে পড়ে এরপর স্থানীয় অ্যানিম্যাল রেসকিউ টিম এসে সেখানে হাজির হয়।
এবং কোবরা সাপ টিকে উদ্ধার করে। উদ্ধার কাজ শেষ করে তারা সেই কোবরা সাপকে নিয়ে চলে যায়।সাপটিকে চলে নিয়ে যাওয়ার পর সেই সাপটিকে সেই গ্রাম থেকে অনেক দূরে বনে মধ্যে নিয়ে রেখে আসা হয়।
এমনই এক অসধারন ভিডিও ভাইরাল হয়েছে ইউটিউব সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল হওয়ার পর ভিডিওটি নিয়ে নেট জনতার মধ্যে ব্যাপক আলোচনা ও প্রশংসা করতে দেখা গেছে।