সিরিজে সমতা ফেরাতে দিল্লি টেস্টের আগে ক্যাঙ্গারু বাহিনী অস্ট্রেলিয়া থেকে উড়িয়ে আনছে এই মারকাটারি তরুণ স্পিনার , চিন্তায় ভাঁজ রোহিতের কপালে
দিল্লি টেস্টের আগেই অস্ট্রেলিয়া দলের সঙ্গে যোগ দিচ্ছেন ম্যথিউ কুনম্যান, যিনি এখনও পর্যন্ত জাতীয় দলের হয়ে মোটে ৪টি ওয়ান ডে ম্যাচ খেলেছেন। অস্ট্রেলিয়ার হয়ে টেস্ট ও টি-২০ ক্রিকেটে এখনও মাঠে নামেননি ২০ বছর বয়সী কুইন্সল্যান্ডের স্পিনার।
লেগ স্পিনার মিচেল সোয়েপশনের পরিবর্ত হিসেবেই অস্ট্রেলিয়ার টেস্ট স্কোয়াডে ঢুকে পড়লেন ম্যাট। সোয়েপসন নাগপুরের প্রথম টেস্টে মাঠে নামার সুযোগ পাননি। তিনি দ্বিতীয় টেস্টের আগেই দেশে ফিরছেন। প্রথম সন্তানের জন্মের সময়ে বান্ধবীর পাশে থাকতেই ব্রিসবেনে উড়ে যাচ্ছেন সোয়েপসন।
কুইন্সল্যান্ডের বাঁ-হাতি স্পিনার কুনম্যান অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-১৯ দলের হয়েও প্রতিনিধিত্ব করেছেন। ব্রিসবেন হিটের হয়ে বিগ ব্যাশ লিগ খেলেন তিনি। মাঠে নেমেছেন অস্ট্রেলিয়া-এ দল ও ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের হয়েও। গতবছর শ্রীলঙ্কা সফরে অস্ট্রেলিয়ার হয়ে ৪টি ওয়ান ডে ম্যাচে মাঠে নেমে ৬টি উইকেট নেন ম্যাট।
মোটে ১২টি ফার্স্ট ক্লাস ম্যাচ খেলেছেন কুনম্যান। নিয়েছেন ৩২টি উইকেট। ২৮টি লিস্ট-এ ম্যাচে তাঁর সংগ্রহ ৪৩টি উইকেট। ৩৬টি টি-২০ ম্যাচে ম্যাট ২৭টি উইকেট নিয়েছেন। নাগপুর টেস্টে ভারতের কাছে বিধ্বস্ত হওয়ার পরে উল্লেখযোগ্য রদবদল হল অস্ট্রেলিয়ার স্কোয়াডে। আনকোরা বাঁ-হাতি স্পিনারকে দেশ থেকে উড়িয়ে আনছেন প্যাট কামিন্সরা।