সাত বছর পর আবারও বেলজিয়ান তারকা রোমেলু লুকাকুকে দলে ভিড়িয়েছে ইংলিশ ক্লাব চেলসি। ইন্টার মিলান থেকে তাকে পেতে নিজেদের ক্লাব ইতিহাসের সর্বোচ্চ ট্রান্সফার ফির রেকর্ড গড়েছে রোমান থমাস টুসেলের দল।
বৃহস্পতিবার রাতে নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে বিবৃতি দিয়ে লুকাকুকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করে চেলসি। তার সাথে পাঁচ বছরের চুক্তি করেছে ব্লুজরা।
বিবৃতিতে যদিও লুকাকুর জন্য ঠিক কী পরিমাণ অর্থ খরচ করতে হচ্ছে তা উল্লেখ করেনি চেলসি। তবে ব্রিটিশ গণমাধ্যমের খবর অনুসারে, তার ট্রান্সফার ফি ৯৭.৫ মিলিয়ন পাউন্ড।
ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে তার চেয়ে দামি ফুটবলার আছেন কেবল একজন। গত সপ্তাহে ১০০ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে অ্যাস্টন ভিলা থেকে জ্যাক গ্রিলিশকে দলে টানে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি।
চেলসিতে আবারও যোগ দিয়ে ২৮ বছর বয়সী লুকাকু উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “এই অসাধারণ ক্লাবে ফিরতে পেরে আমি খুবই আনন্দিত ও ধন্য। অনেক লম্বা একটি পথ পাড়ি দিতে হয়েছে আমাকে। আমি প্রথমবার যখন এখানে এসেছিলাম, তখন আমি ছিলাম একেবারেই তরুণ এবং আমার অনেক কিছু শেখার ছিল। আর এবার আমি অভিজ্ঞ ও পরিপক্ব হয়ে ফিরেছি।”
সবশেষ মৌসুমে ইন্টারকে ইতালিয়ান সিরি আর শিরোপা জেতাতে ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন লুকাকু। লিগে ২৪ গোল করেন তিনি, সতীর্থদের দিয়ে করান আরও ১১ গোল। এমন অনবদ্য পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ আসরের সবচেয়ে মূল্যবান খেলোয়াড় নির্বাচিত হন তিনি।