হেড কোচ হিসেবে তাঁর আমলে আইসিসি প্রতিযোগিতার তিনটি মহা গুরুত্বপূর্ণ ম্যাচ হেরেছে টিম ইন্ডিয়া । এবং কাকতালীয় ভাবে তিনটি ম্যাচেই নিউজিল্যান্ডের কাছে কার্যত উড়ে গিয়েছিল বিরাট কোহলির দল।
২০১৯ সালে কিউইদের বিরুদ্ধে বিশ্বকাপের সেমি ফাইনালে হেরে যাওয়ার পর চলতি বছর ফের জোড়া ধাক্কা খেয়েছিল ভারত। গত জুনে কেন উইলিয়ামসনের দলের কাছে বিশ্ব টেস্ট ফাইনালে পরাজয় স্বীকার করার পর গত টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হেরেছিল ভারত।
তবুও এমন লজ্জার তিন হার বেমালুম ভুলে, গত বছর আডিলেডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩৬ রানে অল আউট হওয়াকেই ‘বড় হার’ হিসেবে মনে করেন রবি শাস্ত্রী ।
শাস্ত্রী বলেছেন, “দেখুন ভারতীয় দলের কোচের ভাগ্য সরু সুতোর উপর ঝোলে। এই কাজে পালিয়ে বাঁচা যাবে না। প্রথম দিন থেকেই আপনাকে কটাক্ষ হজম করার জন্য তৈরি থাকতে হবে।
তাই জানতাম ৩৬ রানে অল আউট হয়ে যাওয়ার পর আমার দিকে, আমার দলের দিকে গোলাগুলি ধেয়ে আসবে। তবে স্বীকার করতে দ্বিধা নেই যে ৩৬ রানে অল আউট হয়ে যাওয়া কোচ হিসেবে আমার কেরিয়ারে সবচেয়ে লজ্জার হার। তাই সেই হার এখনও হজম করতে পারিনি।”