ভারতের প্রধান কোচের পদ থেকে সরে যাওয়ার পর একের পর এক বিস্ফোরক মন্তব্য করে চলেছেন রবি শাস্ত্রী। খেলোয়াড়রাও তাকে ঘিরে করছেন চমকপ্রদ নানা বক্তব্য। সম্প্রতি রবিচন্দ্রন অশ্বিনের এক বক্তব্যে শাস্ত্রীকে নিয়ে নতুন করে বিতর্ক দানা বেঁধেছিল। সেই বিতর্ক নিয়ে এবার মুখ খুলেছেন শাস্ত্রী।
অশ্বিন দাবি করেছেন, শাস্ত্রী কোচ থাকাকালে সবচেয়ে বেশি অবহেলিত হতে হয়েছে তাকে। ২০১৯ সালে অস্ট্রেলিয়া সফরে সিডনি টেস্টে খেলেননি তিনি। তার অভাব ঘুচিয়ে দেন কূলদীপ যাদব, যিনি ৫ উইকেট নিয়ে দলকে জয় এনে দিয়েছিলেন।অশ্বিনের দাবি, এরপর শাস্ত্রী কূলদীপকেই দলের মূল বোলার হিসেবে বেছে নেন, যা তাকে আহত করেছিল। শাস্ত্রী আবার বলছেন, অশ্বিন কষ্ট পেয়ে থাকলেও তিনি খুশি!
শাস্ত্রী বলেন, ‘অশ্বিন সিডনি টেস্টে খেলেনি। কূলদীপ দারুণ বোলিং করেছিল। তাই কূলদীপের আরও সুযোগ পাওয়া উচিত ছিল। যদি এটা অশ্বিনকে আঘাত দিয়ে থাকে তাহলে আমি খুশি। কারণ আমি চেয়েছিলাম ও আলাদা কিছু করুক।’সাবেক শিষ্যের মন্তব্যে ক্ষুব্ধ শাস্ত্রী আরও বলেন, ‘সবার পাউরুটিতে মাখন লাগানো আমার কাজ নয়। প্রকৃত তথ্য প্রকাশ করা আমার কর্তব্যের মধ্যেই পড়ে।’
শাস্ত্রী আরও বলেন, ‘যদি কোচ তোমাকে চ্যালেঞ্জ করে, তাহলে তুমি কী করবে? বাড়ি ফিরে কাঁদতে কাঁদতে বলবে, আমি আর ফিরে আসতে পারব না? ক্রিকেটার হলে আমি কোচের চ্যালেঞ্জ নিয়ে ভুল প্রমাণ করতে উঠেপড়ে লাগতাম। যদি আমার বক্তব্য অশ্বিনকে আঘাত দিয়ে থাকে, তাহলে আমি খুশি। এতে ওকে আলাদা কিছু করতে হয়েছিল পরবর্তীতে।’