মারা গেলেন প্রাক্তন পাক পেসার শোয়েব আখতারের মা। শনিবার রাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। শোয়েব গণমাধ্যমকে জানিয়েছেন, ‘আমার জীবনের সব কিছুই ছিলেন মা। তিনি প্রয়াত হয়েছেন। তাঁর শেষকৃত্যের প্রার্থনা হবে ইসলামাবাদে’।
কয়েক দিন ধরেই অসুস্থ ছিলেন প্রাক্তন এই ক্রিকেটারের মা। তিনি মারা যাওয়ার পর একাধিক শোকবার্তা পেয়েছেন শোয়েব।
সদ্য সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেওয়া ভারতীয় ক্রিকেটার হরভজন সিংহ । গণমাধ্যমে তিনি লেখেন, ‘সদ্য তোমার মাতৃহীন হওয়ার খবর পেলাম। প্রয়াত মা শান্তিতে থাকুন। আমার শোকজ্ঞাপন করছি। শক্ত থাকো। ঈশ্বর তোমার ভাল করবেন ‘।
শোকবার্তা পাঠিয়েছেন পাকিস্তানের অলরাউন্ডার শোয়েব মালিক তিনি লিখেছেন, ‘শক্ত থাকো। এই দুঃসময়ে আমরা সবাই তোমার পাশে রয়েছি’। এ ছাড়া শোকবার্তা করেছেন প্রাক্তন পাকিস্থান অধিনায়ক আফ্রিদি ।