“সঠিক জায়গাতে বোলিং করতে পারছি আমি, বিশ্বকাপের আগে এই ধারাটাই ধরে রাখতে চাইছি আমি” নিউজিল্যান্ডের বিরুদ্ধে নিজের পারফরম্যান্স-এ খুশি হার্দিক পান্ডিয়া!
২১শে জানুয়ারি অর্থাৎ আজ নিউজিল্যান্ডের বিরুদ্ধে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন রোহিত শর্মা। সেখানে শুরু থেকেই দুরন্ত মেজাজে ছিলেন ভারতীয় দলের বোলাররা। শুরুটা করেছিলেন মহম্মদ সামি এবং মহম্মদ সিরাজ। সেখানেই তাদের যোগ্য সঙ্গত দিয়েছেন হার্দিক পান্ডিয়া।
রায়পুরে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে অসাধারণ পারফর্ম্যান্স দেখিয়েছে ভারতীয় দল। বল হাতে মহম্মদ সামি যেমন অসাধারণ ফর্ম দেখিয়েছেন। তেনই এদিন বল হাতে বাজিমাত করেছেন হার্দিক পান্ডিয়া। একসময় তাঁর বোলিং না করা নিয়েই সমালোচনা ছিল তুঙ্গে। দলে ফেরার পর থেকেই একদিনের ক্রিকেটে এখন নিয়মিত বোলিং করছেন তিনি।
এদিন নিউজিল্যান্ডের বিরুদ্ধে অসাধারণ বোলিং পারফরম্যান্স করার পর উচ্ছ্বসিত হার্দিক পান্ডিয়া। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ইনিংস শেষে সেই কথাই শোনা গেল তাঁর মুখেও। এখন তাঁর শরীরও যে অনেক ভাল রয়েছে তা বলার অপেক্ষা রাখে না। নিউ জিল্যান্ডের সেরা দুই ব্যাটারকে সাজঘরে ফিরিয়ে এদিন তাদের কম রানের লক্ষ্যটা তিনিই স্থির করে দিয়েছিলেন।
সেদিন ডেভন কনওয়ে এবং মিচেল স্যান্টনারের উইকেট তুলে নিয়েছেন হার্দিক পান্ডিয়া। বোলিং শেষে হার্দিক পান্ডিয়া জানিয়েছেন- “আবারও একদিনের ক্রিকেটে বোলিং করাটা আমার অভ্যাসে পরিণত হয়েছে। প্রতিটি ম্যাচেই শরীরকে যেন আরএও সুস্থ মনে হচ্ছে। এটা একেবারেই সঠিক মুহূর্তে সবকিছু ঠিকঠাক চলছে। বহু জিনিস করার পরিবর্তে এদিন যেটা করার ছিল সেটাই সঠিকভাবে করতে পেরেছি। সঠিক জা.গাতেই এদিন বোলিং করতে পেরেছি আমরা।”