“শর্ট বলের বিরুদ্ধে আউট হয়েছে মানে এই নয় যে তার শর্ট বল খেলতে প্রবলেম হয়” ব্যার্থ হলেও রাহুলের পাশেই দাঁড়ালেন সঞ্জয় মঞ্জরেকার!
চোটের কারণে বাংলাদেশ সফর থেকে ছিটকে গেছেন রোহিত শর্মা। এবং তার অনুপস্থিতিতে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টের নেতৃত্বের দায়িত্বে রয়েছেন লোকেশ রাহুল। সবকিছু ঠিকঠাক চললে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ম্যাচ জয়ের থেকে খুব একটা দূরে নেই ভারতীয় দল। শেষ দিন চার উইকেট তুলতে পারলেই বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ম্যাচে জিতে নেবে টিম ইন্ডিয়া।
এমন পরিস্থিতিতেও লোকেশ রাহুলের পারফরম্যান্স নিয়ে শুরু হয়েছে গুঞ্জন। ধারাবাহিকভাবেই খারাপ পারপরম্যান্স করে চলেছেন তিনি। যদিও লোকেশ রাহুলের পাশেই দাঁড়াচ্ছেন প্রাক্তন বারতীয় ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকর। বাংলাদেশের বিরুদ্ধে দুই ইনংসেই বড় রান পেতে ব্যর্থ হয়েছেন লোকেশ রাহুল। দ্বিতীয় ইনিংসে শুরুটা ভালভাবে করলেও শেষরক্ষা করতে পারেননি লোকেশ রাহুল।
সেদিন মাত্র ২৩ রানেই থামতে হয়েছিল তাঁকে। শুধু এখানেই নয় ধারকাবাহিকভাবেই খারাপ পারফরম্যান্স করে চলেছেন প্থম টেস্টে বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় দলের অধিনায়ক। এদিনও তাঁকে শর্ট বলেই আউট হতে দেখা গিয়েছে। সম্প্রতি বেশ কয়েকটি প্রতিযোগিতাতেই লোকেশ রাহুলকে শর্ট বলের বিরুদ্ধে খেলতে বেশ সমস্যার সম্মুখীন হতে হয়েছে।
সঞ্জয় মঞ্জরেকর জানিয়েছেন- “লোকেশ রাহুলের শর্ট বলের বিরুদ্ধে খেলতে কোনওরকমের সমস্যা নেই। যদিও এদিন যে তিনি আউট হয়েছেন তা শর্ট বেলের বিরুদ্ধে আক্রমণাত্মক খেলতে যাওয়ার জন্যই।”