পন্টিংয়ের মতোই এক দিনের ক্রিকেটে সমসংখ্যক শতরান হল রোহিতের। তবে ভারতের অধিনায়ক অনেক কম ম্যাচে এই কীর্তি গড়েছেন। তাই তিনি উঠে এলেন তৃতীয় স্থানে। এক দিনের ক্রিকেটে পন্টিংয়ের ৩০টি শতরান হতে লেগে গিয়েছিল ৩৭৫টি ম্যাচ। রোহিত সেই মাইলফলকে পৌঁছলেন ২৪১টি ম্যাচে। ফলে এক দিনের ক্রিকেটে সর্বাধিক শতরানের তালিকায় পন্টিং টপকে গিয়েছেন তিনি।
তিন বছরের দীর্ঘ প্রতীক্ষা। অবশেষে ওডিআই-এ সেঞ্চুরি করলেন রোহিত শর্মা। ৮৩ বলে তিনি শতরান করে ফেলেন। সেই সঙ্গে অসংখ্য নজির গড়লেন। সেঞ্চুরির খরা কাটানোর পাশাপাশি রিকি পন্টিংকে যেমন টপকে গিয়েছেন তিনি, তেমনই পিছনে ফেলেছেন সনৎ জয়সূর্নযকেও।
৮৫ বলে রোহিতের ১০১ রানের ইনিংসে সাজানো ছিল ৯টি চারের পাশাপাশি ছ’টি ছক্কাতেও। আর ছক্কা মেরেই জয়সূর্যকে পিছনে ফেললেন রোহিত। ওডিআই-এ রোহিতের মোট ছক্কার সংখ্যা দাঁড়াল ২৭২টি। জয়সূর্যকে পিছনে ফেললেন রোহিত।
এ বার তাঁর আগে রয়েছেন শুধু ক্রিস গেইল (৩৩১টি) এবং শহিদ আফ্রিদি (৩৫১টি)। রোহিত তাঁর নিজের ছন্দে থাকলে গেইল এবং আফ্রিদিকে টপকে যেতেই পারেন। এতে অবাক হওয়ার কিছুই থাকবে না।