লজ্জাজনক হার ভারতের, ৩৯ ওভার বাকি থাকতে ১০ উইকেটে জিতল অজিরা-সাত ঘন্টার খেলা শেষ তিন ঘন্টায়!!

তিন ম্যাচের ওডিআই সিরিজের প্রথম ম্যাচে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে একদিনের সিরিজের সূচনা করেছিলো ভারতীয় দল। ২০২৩-এ শ্রীলঙ্কা এবং নিউজিল্যান্ডকে ঘরের মাঠে হোয়াইটওয়াশ করার পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও একই ফলের পুনরাবৃত্তি চেয়েছিলেন সমর্থকেরা।

তবে বিশাখাপত্তনমে খেলা যত গড়ালো, আস্তে আস্তে চুপসে গেলো সেই আশার ফানুস। ম্যাচে ভারতকে রীতিমতন নাস্তানাবুদ করে জয় ছিনিয়ে গেলেন স্টিভ স্মিথ’রা। ব্যাটিং-বোলিং হোক বা ফিল্ডিং, ক্রিকেটের সব বিভাগেই আয়োজক দেশকে টেক্কা দিয়ে গেলো ক্যাঙারুবাহিনী। গত ম্যাচে খেলেন নি ভারত অধিনায়ক রোহিত শর্মা। বদলে একদিনের ক্রিকেটে ‘টিম ইন্ডিয়া’র ২৭তম অধিনায়ক হিসেবে অভিষেক হয়েছিলো হার্দিক পান্ডিয়া’র।

আজ রোহিত ফিরলেন, তবে টসের কয়েন পড়লো অস্ট্রেলিয়ার দিকে। বাইশ গজে বল পড়ার আগেই মস্ত সুবিধা পেয়েছিলো আজ অজিরা। সুযোগের সদ্ব্যবহার করতে কোনো রকম ভুল করে নি অস্ট্রেলিয়া। প্রথমে বোলিং-এর সিদ্ধান্ত নিয়ে ভারতীয় ব্যাটারদের দিকে নিজদের পেস আক্রমণকে এগিয়ে দেন অজি অধিনায়ক স্টিভ স্মিথ।

সকাল থেকে আজ বৃষ্টি চলছিলো বিশাখাপত্তনমে। ঢাকা ছিলো পিচ। স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় স্যুইং বোলিং-এর মাস্টারক্লাস উপস্থাপন করলেন মিচেল স্টার্ক, শন অ্যাবট, নাথান এলিস’রা। কম্পন শুরু হয়েছিলো ভারতীয় শিবিরে। পঞ্চাশ ওভার খেলতে পারলেন না ‘টিম ইন্ডিয়া’র মহাতারকারা। ইনিংস থামলো মাত্র ১১৭ রানে। রান তাড়া করতে নেমে নির্দয় মনে হলো অজিদের।

মাত্র ১১ ওভারে লক্ষ্যমাত্রা পেরিয়ে গেলেন তারা। সিরিজ এখন ১-১। দুই ওপেনারের মারকাটারি ব্যাটিং-এ ১০ উইকেটে ম্যাচ জিতে নিলো অজিরা। ২০১৯ সালে পিছিয়ে পড়েও অসামান্য কামব্যাক করে ভারতের বিরুদ্ধে একদিনের সিরিজ জিতে দেশে ফিরেছিলো অস্ট্রেলিয়া। সেই ঘটনার পুনরাবৃত্তি হবে নাকি নিজেদের সামলে নিয়ে জয়ের রাস্তায় ফিরবে ভারত?

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.