আজ সিরিজের শেষ ম্যাচে বিরাট রানের বোঝা মাথায় নিয়ে খেলতে নেমেছিল নিউ জ়িল্যান্ড। শুরুতেই হারাতে হয়েছিল উইকেট। ডেভন কনওয়ে পাল্টা লড়াইয়ের ইঙ্গিত দিলেও পারল না কিউয়িরা। ভারতের বিরুদ্ধে এক দিনের সিরিজ়ে চুনকাম নিউ জ়িল্যান্ড। মঙ্গলবার ইনদওরে ভারত জিতল ৯০ রানে।
শুভমন গিল এবং রোহিত শর্মার শতরান এবং হার্দিক পাণ্ড্যের অর্ধশতরান জিতিয়ে দিল ভারতকে। তবে এই সহজ জয়ের পরেই প্রশ্ন উঠছে, বিশ্বকাপের আগে রোহিত শর্মাদের পরীক্ষা আদৌ হচ্ছে কি? কিছু দিন আগেই শ্রীলঙ্কার বিরুদ্ধে এক দিনের সিরিজ় খেলেছে ভারত। সেখানেও জয় এসেছে ৩-০ ব্যবধানে। নিউজিল্যান্ডের বিরুদ্ধেও ফলাফল একই।
টানা দু’টি সিরিজ় জয় রোহিতদের আত্মবিশ্বাস তুঙ্গে রাখবে সন্দেহ নেই। কিন্তু বিশ্বকাপের আগে যে ধরনের লড়াইয়ের মুখোমুখি হতে চেয়েছিল দল, তা এখনও পাওয়া যায়নি। ৩৮৬ রান তাড়া করতে নেমে দ্বিতীয় বলেই ফিন অ্যালেনকে হারায় নিউ জ়িল্যান্ড। দ্বিতীয় উইকেটে ১০৬ রানের জুটি গড়েন কনওয়ে এবং হেনরি নিকোলস। ৪২ রানে নিকোলস ফেরেন কুলদীপের বলে।
এর পর ড্যারিল মিচেলের সঙ্গে তৃতীয় উইকেটে ৭৮ রানের জুটি গড়েন কনওয়ে। মিচেল ফেরার পর ভরসা ছিল শুধু কনওয়ের উপরেই। কিন্তু তিনি উমরান মালিকের বলে আউট হতে নিউ জ়িল্যান্ডের আশা শেষ হয়ে যায়। পরের দিকে কোনও ব্যাটারই বিরাট রান তোলার মতো লড়াই দিতে পারেননি। ভারতের হয়ে তিন উইকেট নেন শার্দূল ঠাকুর, যিনি এক বার হ্যাটট্রিকের কাছাকাছি চলে গিয়েছিলেন। কুলদীপও তিনটি উইকেট পেয়েছেন।