রোহিতের শতরানের পর জাদেজা ও অক্ষরের অর্ধশতরানে দ্বিতীয় দিনের শেষে ১৪৪ রানে এগিয়ে ভারত!
ম্যাচের প্রথম দিনের শেষে ৫ উইকেট নেওয়ার জন্য শিরোনামে এসেছিল রবীন্দ্র জাডেজার নাম। দ্বিতীয় দিনেও তিনিই থাকবেন শিরোনামে। দিনের শেষে ৬৬ রান করে অপরাজিত জাডেজা। তাঁর সঙ্গী অক্ষর পটেল। তিনি করেছেন ৫২ রান। রোহিত শর্মা ১২০ রান করে আউট হয়ে যাওয়ার পর ভারতকে বড় রানের লিড দেওয়ার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন অক্ষর, জাডেজাই।
নাগপুরে বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম টেস্টের প্রথম দিনে দাপট দেখায় টিম ইন্ডিয়া। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে সস্তায় গুটিয়ে দেয় ভারত। পালটা ব্যাট করতে নেমে রোহিতরা ইতিমধ্যেই শক্তপোক্ত ভিত গড়েছেন। দ্বিতীয় দিনে জমাট ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ঘাড়ে বড় রানের লিড চাপিয়ে দিতে পারলে ভারতের প্রথম টেস্ট জয়ের সম্ভাবনা বাড়বে সন্দেহ নেই। কেননা, নাগপুরের পিচে খেলা যত গড়াবে, স্পিনারদের সামলানো ততই মুশকিল হয়ে দাঁড়াবে।
দিনের শেষে ১০৫তম ওভারে ভারত তাদের প্রথম ইনিংসে ৩০০ রানের গণ্ডি টপকে যায়। ১০৫ ওভার শেষে টিম ইন্ডিয়ার স্কোর ৭ উইকেটে ৩০৩ রান। সুতরাং, প্রথম ইনিংসের নিরিখে ভারত ইতিমধ্যেই ১২৬ রানে এগিয়ে রয়েছিল। জাদেজা ৬৬ ও অক্ষর প্যাটেল ৫২ রানে ব্যাট করছেন।