রাহুলের ২০১৪ সালে ভারতের হয়ে প্রথম টেস্ট ফরম্যাটে অভিষেক ঘটে। আর এখন ২০২১ সালে ভারতের টেস্ট ফরম্যাটের সহ অধিনায়ক।
তার অন্যতম কারণ বিদেশের মাটিতে এত ভালো দক্ষতা। তিনি টেস্ট ফরম্যাটে মোট ৭টা সেঞ্চুরী করেছেন তার মধ্যে ৬টা বিদেশের মাটিতে।
শ্রীলঙ্কা,ইংল্যান্ড,ওয়েস্ট ইন্ডিজ এমনকি অস্ট্রেলিয়াতেও তার শতরান রয়েছে।
রাহুল এখন গাভাস্কারের পর দ্বিতীয় ভারতীয় ওপেনার যে বিদেশে ৬টা শতরান করেছেন।