রঞ্জির কোয়ার্টার ফাইনালে হরিয়ানার বিরুদ্ধে বোনাস পেয়ে ১ ম্যাচ আগেই পৌঁছে গেল লক্ষ্মী মনোজের বাংলা
প্রথম ইনিংসে শতরান করেন অনুষ্টুপ মজুমদার। গত ম্যাচে ব্যর্থ হওয়া ওপেনার অভিষেক দাসকে বসিয়ে এই ম্যাচে করণ লালকে নামিয়েছিল বাংলা। অধিনায়ক মনোজ মাত্র ১ রান করেন। অনুষ্টুপকে সঙ্গ দেন শুভঙ্কর বল। তিনি ৩০ রান করলেও ৯৭টি বল খেলেন।
ক্রিজে থিতু হয়েও বড় রান করতে পারলেন না অভিষেক ম্যাচ খেলতে নামা শুভঙ্কর। তবে তিনি অনুষ্টুপকে সুযোগ করে দেন ইনিংস গড়ার। তরুণ উইকেটরক্ষক অভিষেক পোড়েল ১ রানের জন্য অর্ধশতরান হাতছাড়া করেন। তিনি ৮৩ বলে ৪৯ রান করেন।
অনুষ্টুপ করেন ১৪৫ রান। তরুণ স্পিনার প্রদীপ্ত প্রামাণিক ৩৭ রান। ১৮ বলে ২২ রানের ঝোড়ো ইনিংস খেলেন আকাশ দীপ। তিনটি ছক্কা মারেন তিনি। ১৭ রান করেন মুকেশ কুমার। ঈশান পোড়েল ১৪ রানে অপরাজিত।
বল হাতে দাপট দেখান আকাশ দীপ। দুই ইনিংস মিলিয়ে ১০ উইকেট তুলে নিলেন তিনি। ম্যাচের দ্বিতীয় দিনেই হরিয়ানার প্রথম ইনিংস শেষ করে দিয়েছিল বাংলা। তৃতীয় দিনে হরিয়ানাকে ফলো-অন করান মনোজ। ৭ উইকেট পড়ে যায় তাদের, শেষ দিনে বাকি ৩ উইকেট চলে যায়। ইনিংস এবং ৫০ রানে ম্যাচ জিতে নেয় তারা। ম্যাচের সেরা আকাশ দীপ।