ভারতীয় দলের সঙ্গে আম্পায়ার নীতিন মেননের অম্লমধুর সম্পর্কের কথা নতুন নয়। চলতি বছর ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে নীতিনের সঙ্গে বারবার ঝামেলা লেগেছিল বিরাট কোহলির।
আর এ বার তাঁর সঙ্গে তর্ক জুড়ে দিলেন রবিচন্দ্রন অশ্বিন। দুজনের মাঝে অজিঙ্কা রাহানে না এলে ঝামেলা বাড়তেই পারত!
নিউজিল্যান্ডের বিরুদ্ধে কানপুর টেস্টের তৃতীয় দিন সকালে দুজনের ঝামেলায় পরিবেশ গরম হয়ে যায়। সম্ভবত তাঁর ও নন-স্ট্রাইকার সামনে চলে আসায় অশ্বিনকে সতর্ক কররেন অনফিল্ড আম্পায়ার নীতিন মেনন।
মনে করা হচ্ছে ডেলিভারি হওয়ার পর সম্ভবত আম্পায়ার সামনের ঘটনা দেখতে পারছিলেন না। তাই দুজনের বাকবিতন্ডা হয়েছিল। সোশ্যাল মিডিয়ার যুগে সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে।