বর্তমানে অনেকটাই কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে কলকাতা নাইট রাইডার্স। প্রথমত চলতি মরশুমে খারাপ পারফরম্যান্সের কারণে একেবারে খাদের কিনারায় দাঁড়িয়ে রয়েছে KKR।
তার উপর দলের CEO ভেঙ্কি মাইসোরকে নিয়ে অধিনায়ক শ্রেয়স আইয়ারের মন্তব্য, ইতিমধ্যেই সমালোচকদের মধ্যে এক ঝামেলার সৃষ্টি করেছে। আর সবথেকে বড় ব্যাপার হল, দলের প্রধান কোচ ব্রেন্ডন ম্যাককালাম জানিয়ে দিয়েছেন যে নাইট শিবিরে এটাই তাঁর শেষ মরশুম।
তার কারণ ইংল্যান্ড টেস্ট ক্রিকেট দলের কোচ হিসেবে তাঁকে নিয়োগ করা হতে পারে। এরপরই দলের সমর্থকেরা দাবি তুলতে শুরু করেছেন যে যদি নতুন কোচ নিয়োগই করা হয়, তাহলে যেন গৌতম গম্ভীরকেই নিয়ে আসা হয় এমনই জোর দাবি উঠঠে সমর্থকদের।
গম্ভীর পরবর্তী সময়ে কলকাতা নাইট রাইডার্সে পরিবর্তন হয়েছে অনেক। অধিনায়ক থেকে শুরু করে কোচিং স্টাফ। অন্যদিকে ক্রিকেট ছাড়ার পর সাংসদ হয়েছেন গম্ভীর, বর্তমানে তিনি লখনউ সুপার জায়ান্টসের মেন্টর।
IPL-এর নতুন এই দলকে তৈরি করা থেকে শুরু করে মাঠের বাইরে থেকে নেতৃত্ব দেওয়া সবকিছুতেই গৌতম গম্ভীরের দক্ষতা আছে। যার ফল মিলছে হাতেনাতে, প্লে-অফে প্রবেশ করে গেছে লখনউ।