কানপুর স্টেডিয়ামে স্ত্রীর পাশে বসে খেলা দেখার সময় গুটখা মুখে চিবোতে চিবোতে এক ব্যক্তির ছবি ব্যাপক ভাইরাল নেটদুনিয়ায়। কানপুরে ভারত-নিউজিল্যান্ডের প্রথম টেস্টের সবকিছুকে ছাপিয়ে ভাইরাল হয়ে গেল সেই দৃশ্য। নেটপাড়ার সাফ কথা, কেবল কানপুর স্টেডিয়ামেই এই ‘দৃশ্য দেখতে পাবেন’। পাশে বসে রয়েছেন ‘বিরক্ত বউ’।
সেদিকে কোন হুঁশ নেই, আপন মনে গুটখা চিবোতে চিবোতে ফোনে কথা বলছেন সেই ব্যাক্তি। বৃহস্পতিবার কানপুরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক অজিঙ্ক রাহানে। একটা সময় ১৪৫ রানে চার উইকেট হারিয়ে ধুঁকতে থাকে ভারত। সেখান থেকে ভারতকে টেনে তোলেন শ্রেয়স আইয়ার এবং রবীন্দ্র জাদেজা।
সেই দু’জনের ব্যাটিংয়ের সময় ৭০ ওভারের শেষে গ্যালারির দিকে ক্যামেরা তাক করা হয়। ক্যামেরা তাক করতেই ফোকাসে আটকে যান এক ব্যক্তি। ব্যস! তার পর থেকেই ওই ব্যক্তি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ব্যক্তির মুখ দেখে নেটিজেনরা দাবি করেন, নিশ্চয়ই গুটখা খাচ্ছিলেন ওই ব্যক্তি। যে ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
এক সোশ্যাল মিডিয়া ইউজার এই ঘটনার ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, “শুধুমাত্র কানপুর স্টেডিয়ামেই এটা দেখতে পাবেন।’ একজন আবার লেখেন, ‘গুটখা ফেলার চ্যালেঞ্জ হচ্ছে।’ সেই ছবি নিয়ে টুইট করেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ওয়াসিম জাফর।
Man of the ‘Day’ #INDvsNZ pic.twitter.com/8OLbBqq3AO
— Awanish Sharan (@AwanishSharan) November 25, 2021
বলিউড সিনেমার বিখ্যাত দৃশ্য টুইট করেন। তাতে লেখা ছিল, ‘ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তি বলছেন যে মুখ থেকে সুপারি বের করে কথা বলুন’।