মারকাটারি খেলোয়াড় দীপক হুডাকে ভারতীয় ওডিআই দলে নিয়মিত খেলানোর পরামর্শ প্রাক্তন অলরাউন্ডার সুরেশ রায়নার
সচিন তেন্ডুলকর এবং বীরেন্দ্র সেওয়াগের মতো ক্রিকেটারদের ব্যাটিংয়ের পাশা্পাশি বোলিং করতেও বারবার দেখা গিয়েছে। সেখানে ভারতীয় দলকে সাফল্যও এনে দিয়েছেন তারা। রোহিত শর্মাকেই নিজের সুবিধার জন্য এই তরুণ ক্রিকেটারদের খেলানোর পরামর্শ দিচ্ছেন সুরেশ রায়না।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজও যে ভারতীয় দলের প্রস্তুতি মঞ্চ তা বলার অপেক্ষা রাখে না। সেজন্যই ভারতীয় টিম ম্যানেজমেন্টের উদ্দেশ্যে বিশেষ বার্তা প্রাক্তন ক্রিকেটার সুরেশ রায়নার।
লোয়ার অর্ডারে দীপক হুডা যেমন ব্যাটিং করতে পারেন, তেমনই স্পিনার হিসাবেও ভাল বোলিং করেন এই তরুণ ক্রিকেটার। সেজন্যই তাঁকে নিয়ে ভাবার পরামর্শ দিচ্ছেন দীপক হুডা। ২০২২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের ফর্ম্যাটে খেলেছিলেন দীপক হুডা। সেই বছরই ২২ ডিসেম্বর নিউ জিল্যান্ডের বিরুদ্ধে শেষ একদিনের ম্যাচ খেলেছিলেন তিনি।
এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, ‘আমার খুব ভালভাবেই মনে আছে যে কেমনভাবে বীরেনেদ্র সেওয়াগ, যুবরাজ সিং এবং সচিন তেন্ডুলকররা বোলিং করতেন। ইউসুফ এবং আমিও তেমনটাই করতাম। যখনই কোনও বাঁহাতি ব্যাটার ক্রিজে আসতেন সেই সময়ই আমাকে বোলিংয়ে ডাকতেন মাহি ভাই। আমার মনে হয় এই মুহর্তে ভারতীয় দলেসেই কাজটাই করতে পারেন দীপক হুডা। তিনি যেমন একজন ফ্লোটার ব্যাটার হতে পারেন। তিনি একজন ভাল ফিল্ডার হওয়ার পাশাপাশি ভাল অফ স্পিনার এবং টি টোয়েন্টি ফর্মকে একদিনের ক্রিকেটেও প্রদর্শন করতে পারেন তিনি’।