যেদিন থেকে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে শুভমান গিলের সেদিন থেকেই দুরন্ত ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছেন শুভমন গিল। সেইসঙ্গে একের পর এক রেকর্ড ভেঙে গড়ে চলেছেন নতুন রেকর্ড। ইন্দোরেও তার অন্যথা হল না। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে বিরাট কোহলির রেকর্ড ভাঙলেন ভারতীয় দলের এই তরুণ ক্রিকেটার শুভমন গিল।
তিনটি একদিনের ম্যাচের দ্বিপাক্ষিক সিরিজে সর্বোচ্চ রানের রেকর্ড গড়লেন শুভমন গিল। এতদিন বিরাট কোহলির এই রেকর্ড ছিল। সেই রেকর্ডই ভেঙে দিলেন তিনি। তিন ম্যাচের দ্বিপাক্ষিক সিরিজে ২৮৩ রান করে ভারতীয় হিসাবে সর্বোচ্চ রানের রেকর্ড ছিল বিরাট কোহলির নামে। নতুন বছরে শ্রীলঙ্কার বিরুদ্ধেই সেই রেকর্ড গড়েছিলেন তিনি।
সেই সিরিজে সেখানেই জোড়া সেঞ্চুরী দেখা গিয়েছিল বিরাট কোহলির ব্যাট থেকে। যদিও নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ভাল পারফরম্যান্স দেখাতে পারেননি বিরাট কোহলি। কিন্তু দ্রন্ত ফর্মে রয়েছেন শুভমন গিল। সেখানেই বিরাট কোহলির রেকর্ড ভেঙে দিলেন তিনি। আর তাতেই আপ্লুত ভারতীয় ক্রিকেট দলের সমর্থকরা।
এদিন যখন শুভমন গিল ব্যাটিং করতে নামেন সেই সময় বিরাট কোহলির এওই রেকর্ড টপকানোর জন্য মাত্র ৩৬ রান প্রয়োজন চিল তাঁর। রোহিত শর্মার হাত ধরে শুরু থেকেই ভয়ঙ্কর মেজাজে ছিলেন এই তরুণ ক্রিকেটার। তাদের পার্টনারশিপে ভর করেই বড় রানের লক্ষ্যে এগোতে শুরু করেছিল ভারতীয় দল। সেখানেই অর্ধশতরান করার সঙ্গেই বিরাট কোহলির রানের রেকর্ড ভেঙে দেন এই তরুণ ক্রিকেটার।