মহিলাদের আইপিএল ঘিরে উত্তেজনায় ফুটছে গুজরাট দলের মেন্টর প্রাক্তন অধিনায়ক মিতালি রাজ , দিলেন এই বড় বয়ান

গতবছরই মহিলা ক্রিকেট থেকে অবসর নিয়েছেন মিতালী রাজ। সব ধরণের ক্রিকেটকেই বিদায় জানিয়েছেন তিনি। দেশের জার্সিতে অন্তর্জাতিরক ক্রিকেটে বরু রেকর্ডের মালিক মিতালী রাজ। সেই মিতালী রাজকেই এবার নতুন ভূমিকায় দেখা যেতে চলেছে।

প্রথমবারের মহিলা মেন্টরের ভূমিকায় দেখা যাবে মিতালী রাজকে। গুজরাত জায়ান্টসের মেন্টরের ভূমিকায় দেখা যাবে ভারতীয় মহিলা দলের প্রাক্তন অধিনায়ককে। আগামী ৪ মার্চ থেকে শুরু হতে চলেছে মহিলাদের প্রথম আইপিএল। পাঁচটি ফ্র্যাঞ্চাইজিি রয়েছে প্রথম মরসুের মহিলা আইপিএলের মঞ্চে। সোমবারের নিলামে কিন্তু বিশ্ব ক্রিকেটের প্রায় ৩০০ জন ক্রিকেটার নিজেদের নাম নথিভুক্ত করেছেন।

ভারতের মাটিতে আইপিএলের সূচনা হওয়ার পরই যে ভারতীয় ক্রিকেটে একটি আমূল পরিবরক্তন এসেছিল তা বলার অপেক্ষা রাখে না। বহু তরুণ ক্রিকেটারদের উঠে আসার মঞ্চ হয়ে গিয়েছে এই আইপিএল এবার শুরু হচ্ছে মহিলাদের আইপিএল।

এই প্রসঙ্গে মিতালী রাজ জানিয়েছেন, ‘এই মুহূর্তে আমি সত্যিই অত্য়ন্ত উচ্ছ্বসিত হয়ে রয়েছি। সেইসঙ্গে খানিকটা নার্ভাসও রয়েছি মহিলাদের আইপিএল নিয়ে। কেমনভাবে এই প্রতিযোগিতা এগিয়ে যায় সেটা নিয়েও ভাবছি। আইপিএলের সম্মানের কথা মাথায় রেখেই এই প্রতিযোগিতা ঘিরেও অনেত প্রত্যাশা রয়েছে। বিশেব ক্রিকেটে অনেকেই ভাহতে শুরু করে দিয়েছেন যে এই প্রতিযেোগিতা মহিলা ক্রিকেটে সবচেয়ে আকর্ষণীয় হতে চলেছে। এই প্রতিযোহিতার নিলাম তালিকা সম্বন্ধে সকলেই অবগত রয়েছেন। সেজন্যই আমি অত্যন্ত উচ্ছ্বসিত হয়ে রয়েছি’।

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.