মধ্যপ্রদেশের সামনে পাহাড় সমান রানের লক্ষ্যমাত্রা ঝুলিয়ে দেয় বাংলা , ইডেনে ফাইনাল খেলা আজ খালি সূর্য ডোবার অপেক্ষা

দ্বিতীয় দিনে বাংলা তাদের প্রথম ইনিংসে অল-আউট হয় ৪৩৮ রানে। তৃতীয় দিনে মধ্যপ্রদেশ প্রথম ইনিংসে ১৭০ রানে অল-আউট হয়ে যায়। সরাংশ জৈন ৬৫ ও শুভম শর্মা ৪৪ রান করেন। আকাশ দীপ ৫টি উইকেট নেন। প্রথম ইনিংসের নিরিখে ২৬৮ রানের বিরাট লিড নেয় বাংলা।

তৃতীয় দিনের শেষে বাংলা তাদের দ্বিতীয় ইনিংসে ২ উইকেটের বিনিময়ে ৫৯ রান তোলে। চতুর্থ দিনের শেষে বাংলা তাদের দ্বিতীয় ইনিংসে ৯ উইকেটের বিনিময়ে ২৭৯ রান তোলে। সুতরাং, বাংলা এগিয়ে থাকে ৫৪৭ রানে। অনুষ্টুপ মজুমদার ৮০, সুদীর ঘরামি ৪১ ও প্রদীপ্ত প্রামানিক ৬০ রান করেন।

শেষ দিনে সাড়ে পাঁচশো রান তাড়া করে ম্যাচ জেতা নিতান্ত কঠিন নয়, কার্যত অসম্ভব। প্রদীপ্ত প্রামানিক ও ইশান পোড়েল শেষ দিনে পুনরায় ব্যাট করতে নামেন। বোলিং শুরু করেন আবেশ খান। প্রথম ওভারের চতুর্থ বলেই আবেশ এলবিডব্লিউ-র ফাঁদে জড়ান ইশানকে। প্রদীপ্ত ৬০ রানে অপরাজিত থাকেন।

জয়ের জন্য মধ্যপ্রদেশের সামনে ৫৪৮ রানের বিরাট লক্ষ্যমাত্রা ঝুলিয়ে দেয় বাংলা। যশ দুবেকে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন হিমাংশু মন্ত্রী। বোলিং শুরু করেন মুকেশ কুমার। ম্যাচের পঞ্চম তথা শেষ দিনে কোনও চমক দিতে পারে কিনা মধ্যপ্রদেশ। ৫.৫ ওভারে শাহবাজ আহমেদের বলে স্লিপে মনোজ তিওয়ারির হাতে ধরা পড়েন হিমাংশু মন্ত্রী। ১০ ওভার শেষে মধ্যপ্রদেশের স্কোর ১ উইকেটে ৫৬ রান।

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.