মধ্যপ্রদেশকে ৩০৬ রানের বিরাট ব্যাবধানে হারিয়ে দিয়ে রঞ্জি ফাইনালে পৌঁছে হ্যাট্রিক করলো মনোজের বাংলা
রঞ্জি ট্রফির ফাইনালে বাংলা। অন্য সেমিফাইনালে সৌরাষ্ট্র জিতলে ইডেনে রঞ্জির ফাইনাল খেলতে পারেন মনোজ তিওয়ারিরা। ঘরের মাঠে ট্রফি জয়ের সুযোগ তাঁদের সামনে। ১৯৮৯-৯০ মরসুমের পর আবার রঞ্জি জয়ের মুখে বাংলা। বাকি আর একটিই ম্যাচ। মধ্যপ্রদেশকে ৩০৬ রানে হারিয়ে দিলেন মনোজরা।
জয়ের জন্য ৫৪৮ রানের লক্ষ্যমাত্রা সামনে নিয়ে শেষ ইনিংসে ব্যাট করতে নামা মধ্যপ্রদেশ ২৪১ রানে অল-আউট হয়ে যায়। ১টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ১২ বলে ৩০ রান করে অপরাজিত থাকেন অনুভব।
বাংলা ৩০৬ রানের বিশাল ব্যবধানে ম্যাচ জিতে ফাইনালের টিকিট নিশ্চিত করে। প্রদীপ্ত প্রামানিক ৫১ রানে ৫ উইকেট দখল করেন। ২টি উইকেট নেন মুকেশ কুমার। ১টি করে উইকেট পকেটে পোরেন শাহবাজ আহমেদ ও আকাশ দীপ।
পর পর তিন বার রঞ্জির সেমিফাইনাল খেলল বাংলা। এর আগে ২০১৯-২০ মরসুমে ফাইনালে উঠেছিল তারা। কিন্তু সৌরাষ্ট্রের বিরুদ্ধে সে বার হেরে যায় বাংলা। এ বার আবার সেই সৌরাষ্ট্রের বিরুদ্ধেই ফাইনালে খেলতে নামতে পারেন মনোজরা। বেঙ্গালুরুতে অন্য সেমিফাইনালে সৌরাষ্ট্র বনাম কর্নাটক ম্যাচে জয়ের দিকে পাল্লা ভারী ২০২০ সালের চ্যাম্পিয়নদেরই। সৌরাষ্ট্র জিতলে ইডেনেই তাদের বিরুদ্ধে খেলতে নামবে বাংলা।