ভেবে দেখেছেন WC ২০২৩-এর পর রোহিত সরে দাঁড়ালে কে সামলাবে ভারতীয় দল? ঠিক করে ফেললো BCCI!

২০২২ অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০২৩ ঘরের মাঠে ওডিআই বিশ্বকাপ এই দুটি লক্ষ্য মাথায় নিয়ে ভারতীয় দলের নেতৃত্ব গ্রহণ করেছিল রোহিত শর্মা। কিন্তু এক বছর পরে দেখা যাচ্ছে, রোহিতের নেতৃত্বে দ্বিপাক্ষিক সিরিজে সাফল্য এলেও, আইসিসি ট্রফি অধরা থেকে গিয়েছে। ২০২২ সালে ভারতের আইসিসি টুর্নামেন্টে সাফল্যের স্বপ্ন তিক্ততার মধ্যে দিয়ে শেষ হয়েছে।

এছাড়া টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে একতরফা হেরে বিশ্বকাপ থেকে যেমন ছিটকে গিয়েছে, তেমনই আবার এশিয়া কাপেও ব্যর্থ হয়েছে ভারত। তারা ফাইনালেই উঠতে পারেনি। ২০১৩ সালের পর থেকে ভারতের ট্রফি ক্যাবিনেটে আইসিসি-র কোনও ট্রফি ঢোকেনি। কিন্তু নতুন বছরে সেই অতীত করে, নতুন লড়াই শুরু করতে বদ্ধপরিকর।

রোহিত ২০২৩ সালে বিশ্বকাপ জিতে সব সমালোচনার জবাব দিতে মরিয়া। তবে এ সবের মাঝে প্রশ্ন উঠেছে, রোহিত আর কত দিন খেলতে পারবেন! কারণ বিশ্বকাপ শেষ হওয়ার সময়ে রোহিতের বয়স হবে ৩৬। এবং সম্ভবত তিনি সীমিত ওভার থেকে অবসর নিতে পারেন, যাতে পরবর্তী প্রজন্মের কাছে ব্যাটন পৌঁছে যায়। আর তিনি একবার সরে দাঁড়ালে, পরবর্তী ভারত অধিনায়ক নির্বাচন করা সময়ের অপেক্ষা মাত্র।

বোর্ডের একজন সিনিয়র কর্মকর্তা বলেছেন- “এই বছর রোহিত বিশ্বকাপে ভারতকে নেতৃত্ব দেবে ঠিকই, তবে পরবর্তীতে কী হবে, তা নিয়ে আমাদের পরিকল্পনা করতে হবে। শুধু কিছু ঘটবে বলে অপেক্ষা করা সম্ভব নয়। রোহিত যদি ওডিআই ফরম্যাট ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়, বা ২০২৩ বিশ্বকাপের পরে অধিনায়কত্বের জন্য আমাদের একটি পরিকল্পনা থাকা দরকার।”

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.