ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে প্রথম টেস্টের দ্বিতীয় দিন খলনায়ক বৃষ্টি। তার জেরে সেঞ্চুরিয়নে শুরু করা গেল না খেলা। ফলে আম্পায়াররা বাধ্য হয়ে দ্বিতীয় দিনের খেলা স্থগিত রাখার সিদ্ধান্ত নিলেন।
প্রথম দিন সারাদিনটাই ছিল মেঘলা আবহাওয়া,মাঝে মাঝে দেখা মিলছিল সূর্য মামার। কিন্তু দ্বিতীয় দিন সোমবার সকাল থেকেই বৃষ্টি শুরু হয় সেঞ্চুরিয়নে। মাঝে মাঝে বৃষ্টি থামলেও কিছু ক্ষণ পরেই ফের শুরু হয়ে যাচ্ছিল। সারাদিন ধরেই হলো বৃষ্টি। বল একটুও গড়াল না। বিকেলের পর থেকে আরো বৃষ্টির তীব্রতা বাড়ে। প্রায় চার ঘণ্টা অপেক্ষা করার পরে বাধ্য হয়ে খেলা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।