ভারত অস্ট্রেলিয়া টেস্ট চলাকালীন আবেগঘন পোস্ট করলেন দুর্ঘটনায় জখম খেলোয়াড় পন্থ , ভাইরাল নেট দুনিয়ায়

ভারতীয় দল বর্তমানে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলছে। নাগপুরের মাটিতে প্রথম টেস্টে আপাতত চালকের আসনে রয়েছে ভারতীয় দল। যদি বড় কোন অঘটন না ঘটে তাহলে হয়তো বড় ব্যবধানেই এই টেস্ট জিতবে রোহিত শর্মারা।

আজ এমন একটা মুহূর্ত তৈরি হয়েছিল যখন অস্ট্রেলিয়া আচমকাই ম্যাচে নিজেদের প্রত্যাবর্তনের সুযোগ তৈরি করে নিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত জাদেজা এবং অক্ষর প্যাটেলের পার্টনারশিপ তাদের সেই আশায় জল ঢেলে দেয়।

আজ দ্বিতীয় দিনের খেলা শেষ হওয়ার পর রিশভ পন্থ সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন। সেই পোস্টে দেখা যাচ্ছে দু হাতে গাছ নিয়ে এবং পায়ে ব্যান্ডেজ বাধা অবস্থায় তিনি হাঁটার চেষ্টা করছেন। পোস্টটি শেয়ার করা মাত্র সেটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। পন্থ ক্যাপশনে লিখেছেন, “সামনের দিকে একটি পদক্ষেপ, শক্তিশালী হওয়ার দিকে একটি পদক্ষেপ, উন্নতির দিকে একটি পদক্ষেপ।”

গত বছরের একদম শেষ দিকে একা ড্রাইভ করে দিল্লি দেরাদুন হাইওয়ে দিয়ে বাড়ি ফেরার পথে গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছিলেন পন্থ। ভারতীয় উইকেটরক্ষক এরপর কয়েকজনের সাহায্যে পুলিশ এবং অ্যাম্বুলেন্সে খবর দিয়ে নিজেই নিজেকে হাসপাতালে ভর্তি করতে উদ্যোগ নিয়েছিলেন। তারপর থেকে অবশ্য তার যাবতীয় চিকিৎসার দায়িত্ব নিয়ে নিয়েছে বিসিসিআই। তবে এই দুর্ঘটনার পর ঠিক কবে পুরোপুরি সুস্থভাবে মাঠে ফিরতে পারবেন তিনি, তা নিয়ে এখনো বড় সন্দেহ রয়েছে।

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.