“ভারতের মাটিতে ভারতকে হারানো আর রাতের বেলা সূর্য দেখার পার্থক্য খুব বেশি না” ভারতকে সাপোর্ট করে আরও একবার খবরের শিরোনামে রামিজ রাজা!
বছরের শুরুতেই শ্রীলঙ্কার পর এবার নিউজিল্যান্ড। নয়া বছরে আরও একটা একদিনের সিরিজ জিতে নিলো ‘টিম ইন্ডিয়া।’ শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করার পর নিউজিল্যান্ডের বিপক্ষেও ইতিমধ্যে তিন ম্যাচের সিরিজে ২-০ ফলে এগিয়ে রয়েছে ভারত। হায়দ্রাবাদে ১২ রানের কষ্টার্জিত জয়ের পর গতকাল রায়পুরে নিউজিল্যান্ডকে ৮ উইকেটের বিশাল ব্যবধানে পরাজিত করে ‘মেন ইন ব্লু।’
সেদিন টসে জিতে প্রথমে প্রতিপক্ষকে ব্যাট করার আমন্ত্রণ জানান অধিনায়ক রোহিত শর্মা। বোলারদের দাপটে মাত্র ১০৮ রানে শেষ হয়ে যায় কিউই ইনিংস। জবাবে মাত্র ২০.১ ওভারে ২ উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয় ‘টিম ইন্ডিয়া।’ চলতি বছরেই রয়েছে একদিনের বিশ্বকাপ, তার আগে টানা দুটি একদিনের সিরিজে জয়লাভ নিঃসন্দেহে আত্মবিশ্বাস যোগাবে ভারতীয় দলকে।
আইসিসি ODI ক্রমতালিকায় পয়লা নম্বরে থাকা নিউজিল্যান্ডের বিরুদ্ধে আগাগোড়া দাপট রেখে ভারতের সিরিজ জয় দেখে মন্তব্য করা থেকে নিজেকে বিরত রাখতে পারেন নি প্রাক্তন পাকিস্তান ক্রিকেট বোর্ড চেয়ারম্যান রামিজ রাজাও। পিসিবি থেকে সরে যাওয়ার পর ফের একবার নিজের ইউটিউব চ্যানেলে ফিরেছেন তিনি।
আর সেখানেই ভারতীয় দল নিয়ে আরও একবার মন্তব্য করতে শোনা গেলো রামিজকে। এর আগে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান থাকাকালীন প্রায়ই ভারত নিয়ে মন্তব্য করে বিতর্কের আগুনে ঘি ঢালতেন রামিজ রাজা। এশিয়া কাপ আয়োজন নিয়ে তাঁর বিতর্কিত মন্তব্য ঘিরে বিস্তর জলঘোলা হয়েছিলো কিছুদিন আগে।
রামিজ রাজা বলেন- “ভারতকে ভারতের মাটিতে হারানো খুবই কঠিন। কি করে ঘরের মাঠে ক্রিকেট খেলতে হয় ভারতকে দেখে পাক দল সহ বাকিদের শিখতে হবে। পাকিস্তান দলে সফল হওয়ার মালমশলা যথেষ্ঠ পরিমাণে থাকা সত্ত্বেও আমরা ঘরের মাঠে ভারতের মত সফল নই। নিউজিল্যান্ড খারাপ দল নয়। র্যাঙ্কিং-এ শীর্ষে রয়েছে ওরা। আজ নিজেদের জালে ওরা নিজেরাই আটকে গিয়েছে। ব্যাটিং-এ একদমই ছন্দ খুঁজে পায় নি কিউইরা।”