ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজে খেলা হচ্ছে না দক্ষিণ আফ্রিকান পেসার অ্যানরিখ নরকিয়ার। চোটের কারণে এই হোম সিরিজ থেকে ছিটকে পড়েছেন তিনি।
নরকিয়া গত টি-টোয়েন্টি বিশ্বকাপে চোট পান। এরপর আর বোলিংয়ে ফিরেননি। কথা ছিল ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে ফিরবেন। তবে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা জানিয়ে দিয়েছে, এই সিরিজেও ফেরা হচ্ছে না নরকিয়ার।
আলোচিত দক্ষিণ আফ্রিকা সফরে ভারত খেলবে তিনটি করে টেস্ট ও ওয়ানডে। দুই দলের দ্বিপাক্ষিক লড়াই মাঠে গড়াবে টেস্ট সিরিজ দিয়ে, যার গোড়াপত্তন বক্সিং ডে টেস্টে।
২৬ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া এই ম্যাচের ভেন্যু সেঞ্চুরিয়ন। নতুন বছরে অর্থাৎ ৩ জানুয়ারি মাঠে গড়াবে দ্বিতীয় টেস্ট, যার ভেন্যু জোহানেসবার্গ। ১১ জানুয়ারি শুরু হতে যাওয়া সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট নিউল্যান্ডসে।
টেস্ট সিরিজ শেষ হতে হতে নরকিয়া ফিট হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে ওয়ানডে সিরিজে দেখা যেতে পারে এই পেসারকে। নরকিয়ার বদলে অবশ্য কাউকে দলে ডাকেনি দক্ষিণ আফ্রিকা।
একনজরে দক্ষিণ আফ্রিকার টেস্ট দল : ডিন এলগার (অধিনায়ক), টেম্বা বাভুমা (সহ-অধিনায়ক), কুইন্টন ডি কক, কাগিসো রাবাদা, সারেল এরউই, বিউরান হেনড্রিকস, জর্জ লিন্ডে, কেশব মহারাজ, লুঙ্গি এনগিডি, অ্যাইডেন মার্করাম, উইয়ান মাল্ডার, কিগান পিটারসেন, রাসি ভন ডার ডুসেন, কাইল ভেরেইনে, মার্কো জানসেন, গ্লেন্টন স্টুরম্যান, প্রেনেলান সাবরায়েন, সিসান্দা মাগালা, রিয়ান রিকেলটন, ডুয়াইন অলিভিয়ের।