ভারতের বিধ্বংসী বোলিংয়ে ৫০ ওভারের খেলায় মাত্র ১০৮ রানে অলআউট নিউজিল্যান্ড, সিরিজ জিততে রোহিতদের প্রয়োজন ১০৯ রানের!

আজ ২১শে জানুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় একদিনের ম্যাচে মাঠে নেমেছে রোহিতের ভারতীয় দল। সেদিন হায়দ্রাবাদে প্রথম ম্যাচে ১২ রানে জয় তুলে নেওয়ার পর আজ রায়পুরে রোহিত বাহিনীর সামনে হাতছানি ট্রফিজয়ের। রায়পুরের শহীদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক স্টেডিয়ামে আজই প্রথমবার খেলা হচ্ছে কোনো আন্তর্জাতিক একদিনের ম্যাচ।

ভারতের ৫০তম ভেন্যু হিসেবে একদিনের ম্যাচ আয়োজিত হচ্ছে এই মাঠে। ঐতিহাসিক ম্যাচে জয় দিয়েই দিনটাকে স্মরণীয় করে রাখতে বদ্ধপরিকর ‘মেন ইন ব্লু।’। আজ টসের পর রোহিত প্রতিপক্ষকে ব্যাট করার আমন্ত্রণ জানান। নতুন মাঠের অচেনা পিচে শুরুতে ব্যাট করতে নেমে ভারতীয় বোলারদের সামনে রীতিমত অসহায় দেখাচ্ছিলো টম ল্যাথাম, ডেভন কনওয়েদের।

একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়া কিউইরা গ্লেন ফিলিপসের কল্যানে খানিক সামলে উঠলেও ১০৮ রানের বেশী এগোতে পারে নি আজ। বোলারদের স্বর্গ এই পিচে জয় তুলে নিতে গেলে সতর্ক হয়ে খেলতে হবে ভারতকেও। বিধ্বংসী বোলিং করলেন শামী ও সিরাজ’রা।

সিরিজে কেন উইলিয়ামসন নেই। ক্যাপ্টেন কেন-এর অনুপস্থিতিতে যাঁদের দিকে তাকিয়ে ছিলো কিউই ব্যাটিং তাঁদের প্রায় সকলেই ভারতীয় বোলারদের সামনে বেকায়দায় পড়েন আজ। একসময় স্কোরবোর্ড দেখাচ্ছিলো ১৫ রানের বিনিময়ে ৫ উইকেট। ৫০ রান হবে কিনা তা নিয়েই সন্দেহ দেখা গিয়েছিলো তখন।

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.