ভারতের বিধ্বংসী ওপেনার স্মৃতি মন্ধনাকে ছাড়াই আজ বিশ্বকাপের প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে নামতে চলেছে ওমেন ইন ব্লু
মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে যাত্রা শুরু করতে চলেছে ভারতীয় দল। সেই ম্যাচ থেকেই চিটকে গেলেন স্মৃতি মন্ধনা। চোট সারিয়ে হরমনপ্রীত কৌর খেলার জন্য প্রস্তুত থাকলেও, আঙুলের চোটের দন্য নামতে পারবেন না ভারতীয় মহিলা দলের তারকা ক্রিকেটার স্মৃতি মন্ধনা।
এখনও পর্যন্ত তিনবার টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পৌঁছলেও জিততে পারেনি ভারতীয় মহিলা দল। শুক্রবার থেকে দক্ষিণ আফ্রিকায় আরম্ভ হয়ে গিয়েছে মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপ। এবার হরমনপ্রীত কৌরের নেতৃত্বে সেই মঞ্চে নামতে চলেছে ভারতীয় মহিলা দল।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অবশ্য ওপেনিংয়ের পরিবর্তে তিন ন্মবরেই ব্যাটিং করতে নেমেছিলেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের এই তারকা ক্রিকেটার যদিও সেখানে তিন বলের বেশী খেলতে পারেননি তিনি। এরপর গত বুধবার বাংলাদেশের বিরুদ্ধেও প্রস্তুতি ম্যাচে নামতে পারেননি স্মৃতি মন্ধনা।
ভারতীয় দলের কোচ হৃষিকেষ কার্ণিতকার জানিয়েছেন, ‘পাকিস্তানের বিরুদ্ধে নামার জন্য একেবারে ফিট রয়েছেনম হরমনপ্রীত কৌর। তবে স্মৃতি মন্ধনার আঙুল ভেঙে যায়নি। তবে তাঁর আঙুলে চোট রয়েছে। পাকিস্তানের বিরুদ্ধে নামার সম্ভবনা তাঁর নেই। তবে পরের ম্যাচে খেলতে পারবেন স্মৃতি মন্ধনা’।