ভারতের প্রথম ইনিংসে শতরান মিস করতেই আবেগপ্রবণ হয়ে উঠলেন অক্ষর প্যাটেল, জানালেন শেষ এক বছরে কতটা কতটা পরিশ্রম করেছেন তিনি!
নাগপুর টেস্টের খেলা ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। প্রথম থেকেই অস্ট্রেলিয়ার তুলনায় ভারত অনেকটাই এগিয়ে ছিল। প্রথম ইনিংসের পর ২২৩ রানের লিড দিয়েছিল তারা। প্রথম দিনে ভারতের নায়ক যদি হন রবীন্দ্র জাদেজা। তবে দ্বিতীয় দিনে ভারতের অন্যতম নায়ক অক্ষর প্যাটেল।
দ্বিতীয় দিনের শেষ বেলায় রবীন্দ্র জাদেজার সঙ্গে অবিচ্ছেদ্য পার্টনারশিপ গড়ে ভারতকে চালকের আসনে বসিয়ে দিয়েছেন তিনি। দিনের শেষে অর্ধশতরান করে অপরাজিত রয়েছেন তিনি। দুরন্ত ইনিংস খেলে অক্ষর প্যাটেল জানিয়ে দিলেন শেষ ১ বছর ধরে ব্যাট হাতে ভালো খেলছেন তিনি। সেই আত্মবিশ্বাসটা তাঁকে আজ সাহায্য করেছে।
অক্ষর জানিয়েছেন- “শেষ ১ বছর ধরে ব্যাট হাতে ভালো খেলছি। সেই আত্মবিশ্বাসটা সাহায্য করেছে আমাকে। আমার টেকনিকের বিষয়ে আমি সবসময় আত্মবিশ্বাসী ছিলাম। জানতাম আমি টেকনিক্যালি খুব শক্তিশালী। আমি আমার ব্যাটিং টেকনিক নিয়ে ও কাজ করেছি। যখন সময় পাই,যখন ব্রেক পাই তখন আমি ব্যাটিং টেকনিক নিয়ে কাজ করতে সময় পাই।
কোচিং স্টাফদের সঙ্গে এই বিষয়টা নিয়ে আলোচনা করি। তাঁরা আমাকে সবসময় বলে ব্যাট হাতে আমার ভালো কিছু করার ক্ষমতা রয়েছে। এই উইকেটে আপনি যখন প্রথম ব্যাট করতে নামেন তখন ব্যাট করাটা একটু কঠিন। তবে এই উইকেটে সময় কাটানোর পরে ব্যাটিং অনেকটাই সহজ হয়ে যায়।
জাদেজার সঙ্গে আমার যে আলোচনাটা হয়েছিল তা হল ফোকাস নষ্ট করা যাবে না। গতকাল পর্যন্ত আমরা যদি ব্যাট করতে পারি তাহলে পিচ কিছুটা ভালো খেলবে বলে আশা রাখছি। এরপর যখন আমরা বোলিং করতে আসব তখন আমরা পিচ থেকে সাহায্য পাব।”