ভারত-পাকিস্তান সীমান্ত বৈরিতার প্রভাব ভালোভাবেই পড়ে দুই দেশের ক্রিকেটাঙ্গনে। দুই দেশের তারকা ক্রিকেটারদের মধ্যে মাঝেমধ্যেই বাকযুদ্ধের দেখা মেলে।এই যেমন আফ্রিদি-গম্ভীর, শোয়েব-হরভজনদের মধ্যে বাকবিতণ্ডার ঘটনা ঘটেছে অনেকবার।
তবে সেই ধারাবাহিকতার পথ মাড়ালেন না ভারতীয় দলের অন্যতম সেরা স্পিনার রবিচন্দ্র অশ্বিন।পাকিস্তান দলের অধিনায়ক বাবর আজম ও উইকেটকিপার রিজওয়ানকে প্রশংসায় ভাসালেন।
জানালেন, পাকিস্তানের বর্তমান দলের কয়েকজন তারকার খোঁজ খবর রাখেন নিয়মিত। তাদের খেলা দেখেন। বাবর, রিজওয়ান ও শাহিন আফ্রিদি – এ তিন পাক তারকা তার পছন্দের খেলোয়াড়।সম্প্রতি নিজের ইউটিউবে পাকিস্তানের ক্রিকেটারদের নিয়ে এসব কথা বলেন অশ্বিন।
এ তিন তারকার ভূয়সী প্রশংসায় ভারতের ঘূর্ণি জাদুকর বলেন, ‘আমি সব সময় রিজওয়ানের খবর রাখি। খেলায় যে মান সে নিয়ে এসেছে ও দারুণ ইনিংসগুলো খেলেছে তা নিয়েও বলেছি। আর ব্যাটিংয়ে ধারাবাহিকতা ও অস্ট্রেলিয়ায় সেঞ্চুরি করার বিষয়গুলো বিবেচনায় নিলে যার কথা বলতে হয়, তিনি বাবর আজম। এদের পরে যদি যদি কারো কথা বলি সে হচ্ছে তাদের দলের তরুণ বোলার শাহিন সত্যিকারের প্রতিভাবান খেলোয়াড়। কিছু প্রতিভাবান খেলোয়াড় পাকিস্তানে সব সময় থাকে। তবে বর্তমান সময়ে তাদের ভান্ডারে একটু বেশিই আছে।’
প্রসঙ্গত, টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে থেকেই দারুণ ছন্দে আছে পাকিস্তান দল। টি-টোয়েন্টি বিশ্বকাপে ফাইনালে উঠতে ব্যর্থ হলেও গোটা ম্যাচ জুড়ে পাক দলের খেলা ছিল অসাধারণ। বিশ্বকাপ শেষে বাংলাদেশ সফরে এসে টাইগারদের টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজে ধবলধোলাই করেছে বাবর আজমের দল। এরপর ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করেছে ওয়েস্ট ইন্ডিজকেও।