এ বছরে টি-টোয়েন্টি বিশ্বকাপে হতাশাজনকভাবে সুপার ১২ পর্ব থেকেই বিদায় নেওয়ার পর ভারতীয় ক্রিকেটে নতুন যুগের সূচনা হয়েছে। সাদা বলের ক্রিকেটে ভারতের নতুন অধিনায়ক নির্বাচিত হয়েছেন রোহিত শর্মা এবং কোচ হয়েছেন রাহুল দ্রাবিড়।
২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির পর থেকে ভারতীয় দল আর কোনো আইসিসি ট্রফি না জিতলেও ভারতের ট্রফির খরা শীঘ্রই কাটবে বলে আশাবাদী সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি মনে করেন আগামী দশ বছরে হতে চলা প্রত্যেকটি ইভেন্টের দাবিদার হিসেবে ভারত থাকবে।
আগামী এক দশকে প্রতি বছর একটি করে আইসিসি টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে চেলেছে। সব টুর্নামেন্ট জেতা সম্ভব নয় মেনে নিলেও ভারতীয় বোর্ড সভাপতি সৌরভের মতে টিম ইন্ডিয়া শীঘ্রই খেতাব জয়ের খরা কাটাবে।
নিউজ ১৮ -কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “২০২২ সাল থেকে ২০৩১ সাল পর্যন্ত প্রতি বছরই কোনো না কোনো বিশ্ব চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে এবং প্রতিটির জন্যই ভারত দাবিদার থাকবে।