ভারতের অভিজ্ঞ পেসার মহম্মদ শামি ব্যাট হাতে এবার বিরাট কোহলিকে টপকে এক অনবদ্য রেকর্ড গড়লেন
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নাগপুরে টেস্টের প্রথম ইনিংসে ৪৭ বলে ৩৭ রানের আগ্রাসী ইনিংস খেলেন মহম্মদ শামি। ১০ নম্বরে ব্যাট করতে নেমে তিনি ২টি চার ও ৩টি ছক্কা মারেন। উল্লেখযোগ্য বিষয় হল, নাগপুরে ৩টি ছক্কা হাঁকানোর পথে বিরাট কোহলিকে পিছনে ফেলে দেন তিনি।
টেস্ট ক্রিকেটে ছক্কা হাঁকানোর নিরিখে বিরাট কোহলিকে টপকে গেলেন শামি। তারকা পেসার ৮১টি টেস্টের ৮৫টি ইনিংসে ব্যাট করতে নেমে মোট ২৫টি ছক্কা মারেন। কোহলি ১০৫টি টেস্টের ১৭৮টি ইনিংসে ব্যাট করে ২৪টি ছক্কা মেরেছেন।
শামি টেস্ট কেরিয়ারে এখনও পর্যন্ত (নাগপুর টেস্টের প্রথম ইনিংসের পরে) ৭২২ রান সংগ্রহ করেছেন। কোহলির সংগৃহীত টেস্ট রান ৮১৩১।উল্লেখযোগ্য বিষয় হল, ছক্কা হাঁকানোয় শামি ইতিমধ্যেই পিছনে ফেলে দিয়েছেন তাবড় তাবড় ভারতীয় ব্যাটসম্যানদের।
এই নিরিখে শামির পিছনে রয়েছেন রাহুল দ্রাবিড় (২১), ভিভিএস লক্ষ্মণ (৫), মহম্মদ আজহারউদ্দিন (১৯), গুণ্ডাপ্পা বিশ্বনাথ (৬), দিলীপ বেঙ্গসরকার (১৭), চেতেশ্বর পূজারার (১৫) মতো তারকা ক্রিকেটাররা। টেস্টে ছক্কা হাঁকানোর শামি কিংবদন্তি সুনীল গাভাসকরের (২৬) ঠিক পিছনেই রয়েছেন।