ভারতীয় বংশোদ্ভূত যে ৪ ক্রিকেটরের জন্য বিশ্ব মঞ্চের ক্রিকেট থেকে ছিটকে যায় ভারত
ক্রিকেট বিশ্বের প্রায় প্রতিটি প্রান্তে ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটার ছড়িয়ে রয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেটে এমন বহু মুখের হদিশ মিলবে, যাঁদের শিকড় গাঁথা ভারতের মাটিতে।
তবে সাম্প্রতিক সময়ে এমনই চারজন ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটার ভারতের বিরুদ্ধেই দুরন্ত পারফর্ম্যান্স মেলে ধরেন। দেখে নেওয়া যাক তাঁরা কারা।
আজাজ প্যাটেল: মুম্বই টেস্টে তাঁর দল বেকায়দায় পড়লেও মুম্বইয়ে জন্মানো কিউয়ি স্পিনার আজাজ প্যাটেল প্রথম ইনিংসে ১১৯ রানের বিনিময়ে ১০ উইকেট নিয়ে একার হাতে ভারতীয় দলকে গুটিয়ে দেন। তিনি কানপুর টেস্টের দুই ইনিংস মিলিয়ে ৩টি উইকেট নেন।
রাচিন রবীন্দ্র: ওয়েলিংটনে জন্মালেও রাচিন রবীন্দ্রর বাবা-মা উভয়েই বেঙ্গালুরুর। কানপুর টেস্টের শেষ ইনিংসে দুরন্ত প্রতিরোধ গড়ে ভারতকে জিততে দেননি কিউয়ি তারকা।
তিনি ৯১টি বলে লড়াই চালিয়ে নিউজিল্যান্ডের দূর্গ রক্ষা করেন। আজাজকে নিয়ে শেষ উইকেটের জুটিতে ম্যাচ বাঁচিয়ে নেন রাচিন।
মন্টি পানেসর: গত দশকে ঘরের মাঠে ভারত একটিমাত্র টেস্ট সিরিজে পরাজিত হয়। সেই সিরিজে ইংল্যান্ডের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন ভারতীয় বংশোদ্ভূত মন্টি পানেসর।
ব্রিটিশ স্পিনার ২০১২-১৩’র টেস্ট সিরিজে ১৭টি উইকেট সংগ্রহ করেন। মুম্বই টেস্টের দুই ইনিংস মিলিয়ে ১১টি উইকেট নেন মন্টি।
ইশ সোধি: লুধিয়ানায় জন্মানো ইশ সোধির জন্যই কার্যত ২০২১ টি-২০ বিশ্বকাপ থেকে ছিটকে যেতে হয় ভারতকে।
বিশ্বকাপের সুপার টুয়েলভের ম্যাচে ৪ ওভারে মাত্র ১৭ রানের বিনিময়ে রোহিত শর্মা ও বিরাট কোহলির উইকেট দখল করে কিউয়ি স্পিনারই ভারতকে মাথা তুলে দাঁড়াতে দেননি।