কুড়িটি দেশের প্রবাসীদের ওপর থেকে ভ্রমণ নিষেধা’জ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে সৌদি আরব। ম’হামারি নিয়ন্ত্রণে নিয়ে আসতে চলতি বছরের ফেব্রুয়ারিতে এই নিষে’ধাজ্ঞা আরোপ করা হয়েছিল। সৌদির
পররাষ্ট্রমন্ত্রণালয়ের কনস্যুলার বিষয়ক এজেন্সি জানিয়েছে, তবে বিধি’নিষেধে’র এই শি’থি’লতা তাদের ক্ষেত্রেই প্রযোজ্য হবে, যারা নিজ দেশে প্রত্যাবর্তনের আগে সৌদি আরবে ক’রো’না’র টিকা নিয়েছিলেন।
দেশটির সরকারি সংবাদমাধ্যম আরব নিউজ বলছে, সৌদি নাগরিক, বিদেশি কূ’টনী’তিক, স্বা’স্থ্যকর্মী ও তাদের পরিবারকে নি’ষে’ধা’জ্ঞা থেকে রেহাই দেও’য়া হয়েছে।এমন এক সময় নি’ষেধা’জ্ঞা তুলে নেওয়ার এই ঘোষণা এসেছে, যখন মঙ্গলবার (২৫ আগস্ট) সৌদি আ’রবে নতুন করে করোনায় সাত জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে উপ’সাগরী’য় দেশটিতে মহামারিতে মৃ’ত্যু’র সংখ্যা দাঁড়িয়েছে আ’ট হাজার ৪৯৭ জন। খবরে বলা হয়েছে, সৌদি আরবে ফিরতে ইচ্ছুক প্রবা’সীদের সং’ক্র’ম’ণমুক্ত নিশ্চিত হতে সব ধরনের স্বাস্থ্য পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে।
ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিলে ক’রো’নার’ নতুন নতুন সং’ক্র’মণ দেখা দেওয়ার পর বিভি’ন্ন দেশের ওপর ভ্রমণ নি’ষেধা’জ্ঞা দিয়েছিল সৌদিরা।এসব দেশের মধ্যে রয়েছে—সংযুক্ত আরব আমিরাত, মিসর, লেবানন, তুরস্ক, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, ইতালি, আয়ারল্যান্ড, পর্তুগাল, সুইজারল্যান্ড, সুইডেন, ব্রাজিল, আর্জেন্টিনা, দক্ষিণ আফ্রিকা, ভারত, ইন্দোনেশিয়া, পাকিস্তান ও জাপান। সৌদি আরবে ভ্রমণের ১৪ দিনের মধ্যে এসব দেশ থেকে ভ্রমণ করে আসা লোকজনের ওপরও এই নি’ষে’ধা’জ্ঞা প্রয়োগ করা হয়েছিল।
সৌদি আরবের সঙ্গে সরাসরি ফ্লাইট নেই, এমন অনেক দেশ থেকে আসা যাত্রীদের দুবাইকে ট্র্যা’নজিট হিসেবে ব্যবহার করা হয়েছে। এসব মানুষের অন্য কোনো বিকল্প রুট না থাকলেও তাদের ওপর নি’ষে’ধা’জ্ঞা কার্য’কর করা হয়েছিল। ফেব্রুয়ারিতে সৌদিতে বলা হয়েছিল, বড় ধরনের জ’মায়ে’ত করলে ও সামা’জিক’দূরত্ব ল’ঙ্ঘ’নের দায়ে ‘ক’ঠি’ন পদক্ষেপ নেওয়া হবে। ২০২০ সালের ১৪ মার্চ মধ্যপ্রাচ্যে’র শীর্ষ অর্থ’নীতির দেশটিতে প্রথম ভ্রমণ নি’ষে’ধা’জ্ঞা দেওয়া হয়েছিল। এর দুসপ্তাহ আগে করোনাকে মহামারি ঘোষণা করেছিল বিশ্ব ‘স্বাস্থ্য সংস্থা।