মহামারি করোনার কারণে দীর্ঘদিন বন্ধ রয়েছে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান। সম্প্রতি দেশের মেডিকেল কলেজগুলো খুলতে উদ্যোগ নিয়েছে সরকার।
আগামী ১৩ সেপ্টেম্বর থেকে দেশের সব মেডিকেল কলেজ খুলবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।
অপরদিকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে কথা বলেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ শুক্রবার তিনি বলেছেন, চলতি বছরের নভেম্বরে এসএসসি এবং ডিসেম্বরে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এদিকে শিক্ষামন্ত্রী আরও জানান, চলতি মাসের ১২ তারিখ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হবে।