বর্তমানে ভারতীয় ক্রিকেট মহলের অন্দরমহলে চলছে চরম অসন্তোষ। আচমকাই বিরাট কোহলির হাত থেকে ওয়ানডে টিমের ক্যাপ্টেন্সির ব্যাটন তুলে দেওয়া হয়েছে রোহিত শর্মার হাতে। তা নিয়ে ইতিমধ্যেই বিতর্কের ঝড় উঠেছে।
এর মধ্যেই জানা গিয়েছে, চোটের কারণে দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট সিরিজ থেকে ছিটকে গিয়েছেন রোহিত শর্মা। অন্যদিকে মঙ্গলবার সকালেই বোর্ডের তরফে জানা যাচ্ছে, ব্যক্তিগত কারণবশত প্রোটিয়াদের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ খেলবেন না বিরাট কোহলি। সব মিলিয়ে এখন চরম টালমাটাল পরিস্থিতির সম্মুখীন টিম ইন্ডিয়া।
বোর্ডের তরফে জানানো হয়েছে, মেয়ের জন্মদিন পালন ও পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্যই ওয়ানডে সিরিজ থেকে বিশ্রাম নিয়েছেন কোহলি। যদিও একাধিক ক্রিকেট বিশেষজ্ঞের দাবি, একদিনের দলের আচমকা নেতৃত্ব হারানোর জন্যই খেলবেন না বিরাট।
যেহেতু ওয়ানডে নেতৃত্ব থেকে তাঁকে ছেঁটে ফেলা হয়েছে তাই বোর্ডের উপর চাপ বাড়াতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন কোহলি। ভারতীয় ক্রিকেটের সঙ্গে যুক্ত মানুষদের মতে কোহলি-রোহিতের মধ্যে ইগোর লড়াইয়ের জন্য দলের সমস্যা বাড়ছে। ড্রেসিংরুমে তৈরি হচ্ছে গুমোট পরিবেশ। এই বিতর্কের আগুনেই এবার ঘি ঢাললেন প্রাক্তন ভারত অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজের মতামত প্রকাশ করে বিশেষ বার্তা রেখেছেন প্রাক্তন ভারত অধিনায়ক। বিরাট-রোহিত ‘দ্বন্দ্ব’ যেন আরেকটু উস্কে দিল। ট্যুইটারে আজহার লিখেছেন, ‘বিরাট কোহলি জানিয়েছে, ওয়ানডে সিরিজে তাঁকে পাওয়া যাবে না।
অন্যদিকে, রোহিত শর্মা আসন্ন টেস্টে খেলছেন না। বিরতি নেওয়ার মধ্যে কোনও ক্ষতি নেই। কিন্তু সময়টা আরও একটু ভাল হতে পারত। এটা দু’জনের দ্বন্দের অনুমানকে আরও জোরালো করে তোলে। ক্রিকেটের অন্য সম্ভাবনার কথাও ছাড়া যাচ্ছে না।”
ভারতীয় ক্রিকেটকে দীর্ঘদিন ধরে কাছ থেকে দেখেছেন, চিনেছেন আজহার। ভারতীয় বোর্ডের অন্দরমহলের খবরাখবর সম্পর্কেও বেশ ওয়াকিবহাল হায়দ্রাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি। তাই তাঁর এহেন মন্তব্যকে উড়িয়ে দিতে পারছেন না ক্রিকেটপ্রেমীরা। আজহারের মন্তব্য যে বিরাট-রোহিতের ইগোর লড়াইয়ের ইস্যুকে আরও কিছুটা প্রকাশ্যে এনে দিল, তা নিঃসন্দেহে বলা যেতেই পারে।