ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫তম আসরের মেগা নিলামের দিনক্ষণ চূড়ান্ত হয়েছে। আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারি ব্যাঙ্গালুরুতে আইপিএলের নিলাম অনুষ্ঠিত হবে।
১০ দলের অংশগ্রহণে আইপিএলের আসন্ন আসর অনুষ্ঠিত হবে। নতুন দুটি দল হিসেবে আইপিএল যুক্ত হয়েছে আহমেদাবাদ ও লখনৌ। আইপিএলের এবারের আসরকে সামনে রেখে দলগুলো ৫ জন ক্রিকেটারকে ধরে রেখেছে।
আইপিএলের সর্বশেষ আসরে রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছিল টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। অন্যদিকে সাকিব আল হাসান খেলেছিলেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে। তবে তাদের কাউকে ধরে রাখেনি দলগুলো। এর ফলে উঠতে হবে নিলামে।
এদিকে জোরালো গুঞ্জন উঠেছে, আইপিএলের আসন্ন আসরের জন্য কলকাতা নাইট রাইডার্স প্রাথমিকভাবে মুস্তাফিজের প্রতি আগ্রহ দেখিয়েছে। আইপিএলের সর্বশেষ আসরে রাজস্থানের হয়ে দারুণ পারফর্ম করেন মুস্তাফিজ। দলের বেশ কয়েকটি দলে দারুণ অবদান রাখেন তিনি।
নিলাম থেকে ১ কোটি রুপিতে মুস্তাফিজকে দলে ভিড়িয়েছিল রাজস্থান। তবে ধরে রাখা ক্রিকেটারদের তালিকায় মুস্তাফিজকে রাখেনি দলটি। যদি গুঞ্জন সত্যি হয় তাহলে নিলাম থেকে মুস্তাফিজকে দলে টানবে কলকাতা।