ব্যাট হাতে সমালোচনাকে ওভার বাউন্ডারি মেরে দেড় বছর পর টেস্টে শতরান ভারত অধিনায়ক রোহিতের
দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে রোহিত শর্মা। অস্ট্রেলিয়াকে ১৭৭ রানে শেষ করে দেওয়ার পর ভারতের প্রয়োজন ছিল বড় রান। সেই রান করার কাজটাই নিজের কাঁধে তুলে নিয়েছেন রোহিত। শতরান করলেন তিনি। দেড় বছর পর টেস্ট ক্রিকেটে শতরান এল রোহিতের ব্যাট থেকে।
লোকেশ রাহুল, চেতেশ্বর পুজারা, বিরাট কোহলিরা ব্যর্থ হলেও রোহিত নিজের লক্ষ্যে অনড়। ইংল্যান্ডের মাটিতে ২০২১ সালে শতরান করেছিলেন রোহিত শর্মা। তার পর লাল বলে আর শতরান আসেনি। নাগপুরে আবার তিন অঙ্কে পৌঁছলেন রোহিত।
১৭১ বলে শতরান করেন রোহিত। চার মেরে শতরান করেন তিনি। ভারতের প্রথম দিকের ব্যাটাররা ব্যর্থ হওয়ার দিনে রোহিত অধিনায়কোচিত ইনিংস খেললেন। অস্ট্রেলিয়ার বোলারদের মাঠের বাইরে পাঠালেন একাধিক বার। শতরানে পৌঁছতে ১৪টি চার এবং দু’টি ছক্কা মারেন রোহিত।
টেস্ট ক্রিকেটে এটি তাঁর নবম শতরান। ওপেনার হিসাবে টেস্টে খেলা শুরু করার পর থেকেই পাল্টে গিয়েছে রোহিতের খেলা। অধিনায়ক হওয়ার পর এটাই তাঁর প্রথম শতরান।