প্রথম ভারতীয় হিসাবে টি-টোয়েন্টি ক্রিকেটে ১০ হাজার ৫০০ রান করে ফেললেন ‘কিং কোহলি’। শুধু তাই নয়, আইপিএল ইতিহাসে প্রথম ব্যাটার হিসাবেও ৬ হাজার ৫০০ রানের গণ্ডি টপকে যান প্রাক্তন আরসিবি অধিনায়ক।
বিরাট কোহলি যে একেবারেই ছন্দে নেই, তা বলে দিতে কোনও বিশেষজ্ঞের প্রয়োজন হয় না। গত ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে এ মরশুমে তৃতীয়বার শূন্য রানে আউট হয়েছিলেন কোহলি।
২১০ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে তাঁকে বেশ ছন্দেও দেখাচ্ছিল। তবে হঠাৎই ছন্দপতন। বা বলা ভাল খারাপ ভাগ্যের দৌলতে ১৪ বলে ২০ রানে আউট হতে হয় বিরাটকে। তাঁর আগে দু’টি চার ও একটি ছক্কা হাঁকিয়ে বেশ ভাল ছন্দে দেখাচ্ছিল তাঁকে।
আরসিবি ইনিংসের চতুর্থ ওভারে কাগিসো রাবাদার বলে আউট হয়ে মাঠ ছাড়েন তিনি। মাঠ ছাড়ার সময় কোহলিকে আকাশের দিকে তাকিয়ে কিছু বলতেও দেখা যায়। প্রথমে আউট না হলেও কোহলির গ্লাভসে বল হালকা স্পর্শ করার পরেই তা তাঁর কোমরে লেগে উপরে উঠেছে। আম্পায়ার সিদ্ধান্ত বদল করতে বাধ্য হন।