বোর্ড চাই না ভালো প্লেয়ার উঠে আসুক সরফরাজ খানের সুযোগ না হওয়ায় নির্বাচকদের ধুয়ে দিলেন গাভাসকর

আগামী ফেব্রুরায়ী মাসে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে নামতে চলেছে ভারতীয় দল। সেই দল নির্বাচনের আগে সরফরাজ খানকতে নিয়ে আলোচনা শুরু হয়েছিল। কিন্তু শেষপর্যন্ত ভারতীয় দলের দরজা খুলতে পারেননি তিনি। এমনকী বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে নাকি সরফরাজ খানকে ভারতীয় টেস্ট দলের নেওয়ার কথা দিয়েছিলেন ভারতীয় দলের প্রধান নির্বাচক চেতন শর্মা।

ঘরোয়া ক্রিকেটে দুরন্ত পারফরম্যান্স দেখাচ্ছেন সরফরাজ খান। কিন্তু এখনও পর্যন্ত ভারতীয় দলের দড়জা খোলেনি তাঁর জন্য। আর তাতেই শুরু হয়ে গিয়েছে ভারতীয় দল নির্বাচন নিয়ে সমালোচনা। শেষ দুই মরসুমে রঞ্জি ট্রফিতকে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছিলেন সরফরাজ খান। দুই মরসুমেই ৯০০ রানের ওপরক রান রয়েছে ২৫ বর্ষীয় এই তরুণ ক্রিকেটারের।

কিন্তু শেষপর্যন্ত ভারতীয় দলে সুযোগ পাননি তিনি। এরপরই ভারতীয় দল নির্বাচন নিয়ে শুরু হয়েছে জোরদার সমালোচনা। সেই আগুনেই এবার ঘি ঢাললেন প্রাক্তন বারতীয় কিংবদন্তী ক্রিকেটার সুনীল গাভাসকর।

সুনীল গাভাসকর জানিয়েছেন, ‘সেঞ্চুরী করার পর কখনোই সরফরাজ খানকে মাঠের বাইরে থাকতে দেখা যায়না। ফিল্ডিংয়েও দেখা যায় তাঁকে। আর সেটাই একজন ক্রিকেটারের ফিট থাকা প্রসঙ্গে বোঝানোর জন্য যথেষ্ট। যদি স্লিম এবং ট্রিং ক্রিকেটারদেরই খোঁজ করে থাকেন আপনারা তবে যেকোনও ফ্যাশন শোতে গিয়ে সেখান থেকে মডেলদের দলে নেওয়া উচিত্ এবং তাদের হাতে ব্যাট ও বল ধরিয়ে দেওয়াই দরকার। যেকোনও শারীরিক গঠনের ক্রিকেটারই তুমি পাবে। আর দল গঠনের প্রধান শর্তই একজন ক্রিকেটারের পারফরম্যান্স’।

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.